প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নতুন বছর। আর নতুন বছরে বঙ্গ বিজেপি বদলে ফেলছে তাঁদের পুরনো কার্যালয় (West Bengal BJP Party Office)। নতুন বছরে নতুন ঠিকানা খুঁজে নিয়েছে বঙ্গ বিজেপি নেতারা। দীর্ঘ ৯৮ বছরের স্মৃতি মুরুলীধর সেন লেনে ফেলে একেবারে সল্টলেকে আস্তানা খুঁজে নিয়েছেন তাঁরা। পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি অফিসের বদল হচ্ছে।

৬ নং মুরুলীধর সেন লেন থেকে বঙ্গ বিজেপির কার্যালয় স্থানান্তরিত হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভে (Saltlake Sector 5)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বহুতল ঝাঁ চকচকে পার্টি অফিস তৈরির পরিকল্পনা রয়েছে নেতারদের। কিন্তু সেই কাজ যতদিন না সম্পন্ন হচ্ছে ততদিনের জন্যে ঠিকানা সেক্টর ফাইভ। দক্ষিণ কলকাতার মুরুলীধর লেন সেন থেকে একেবারে সোজা সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের কাছে নতুন পার্টি অফিস ভাড়া নিয়ে আপাতত কাজ করবেন বঙ্গ বিজেপি নেতারা।

সেই ১৯২৫ সালে মুরুলীধর সেন লেনের অফিসটি ভাড়া নিয়েছিলেন জনসঙ্ঘ। সেখান থেকে জনতা পার্টি এবং শেষে ভারতীয় জনতা পার্টি। সুদীর্ঘ বছর ধরে ওই কার্যালয় থেকে সব রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করলেও ওই অফিস কখনওই বিজেপির স্থায়ী কার্যালয় ছিল না। শুরু থেকেই তা ভাড়া নিয়ে রেখেছিলেন বিজেপি নেতৃত্বরা। তাই বঙ্গে নতুন স্থায়ী কার্যালয় যতদিন না হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের কাছে নতুন পার্টি অফিসটি ভাড়া নিচ্ছেন রাজ্য বিজেপি নেতারা।

একাধিক কেন্দ্রীয় মন্দ্রী ঘুরে গিয়েছেন বঙ্গ বিজেপির পুরনো কার্যালয় ৬ নং মুরুলীধর সেন লেন থেকে। সদ্য স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও (Amit Shah) ঘুরে গিয়েছেন সেখানে। পুরনো পার্টি অফিসে নানা সমস্যা ছিল। বর্ষায় জল জমা, ইঁদুরের উৎপাত সহ গাড়ি রাখার সমস্যা। নতুন অফিসে তা হবে না বলেই মনে করছেন বিজেপি নেতারা। ৭ জানুয়ারি বঙ্গে পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। তাঁকে কোন অফিসে বসানো হবে তা এখনও জানা যায়নি।