কলকাতা,২৯ জানুয়ারি: এবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে কটু শব্দ ব্যবহারের অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। ক্যামেরার সামনে রাহুলের বিরুদ্ধে অপশব্দ ব্যবহার করতে শোনা যায়। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) উপলক্ষ্যে সম্প্রতি বাংলায় আসেন রাহুল গান্ধী। বাংলা থেকে বর্তমানে বিহারে (Bihar) রয়েছেন কংগ্রেস সাংসদ। বিহার থেকে ফের বাংলায় আসার কথা রাহুলের। এসবের মধ্যে এবার রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে কার্যত কটু শব্দ ব্যবহার করলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: Rahul Gandhi: 'বিজেপি, আরএসএসের ঘৃণার আবহে ভালবাসার দোকান খুলেছি', ন্যায় যাত্রায় বললেন রাহুল
রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে, শুভেন্দু মেজাজ হারান। বিজেপি নেতা বলেন, গত চারদিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছে। রাহুল গান্ধী, রাহুল গান্ধী। কে হারিদাস পাল। এরপরই রাহুলের বিরুদ্ধে কটু শব্দ ব্যবহার করেন শুভেন্দু অধিকারী। রাহুল গান্ধী সম্পর্কে বিজেপি নেতার ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই কংগ্রেস নিন্দায় সরব হয়। দায়ের করা হয় এফআইআর।
দেখুন ভিডিয়ো...
এটা ভাষা? রাহুল গান্ধীকে কী ভাষায় আক্রমণ করছেন গদ্দার? রাজনীতিতে এই ধরণের অসভ্যতা, অপসংস্কৃতি বন্ধ হোক। রাজ্য কংগ্রেস নেতারা বিজেপির দালালি করতে গিয়ে আর কত নিচে নামবেন যে এটাও হজম করছেন?
শুভেন্দুর কুৎসিত রাজনীতি বেআব্রু হয়ে পড়ছে। এই অসুস্থ ভাষার তীব্র প্রতিবাদ করছি। pic.twitter.com/x9s1mFyUMP
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 29, 2024
কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও শুভেন্দুর মন্তব্যের বিরোধ করে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুর ভিডিয়ো শেয়ার করে, শুভেন্দুর ভাষার প্রতিবাদ করেন।