Suvendu Adhikari (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ৫ অগাস্ট: এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে হামলা হল। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছলে, সেখানে হামলা চালানো হয়। যার জেরে একটি গাড়ির কাঁচও ভেঙে যায়। কলকাতা থেকে মঙ্গলবার উত্তরবঙ্গে পৌঁছন শুভেন্দু অধিকারী। বাগডোগরা থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দেন তিনি। কোচবিহারে পৌঁছলে, সেখানে হঠাৎ করেই বিজেপি নেতা তথা রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয়। শুভেন্দুর কনভয় দেখতেই সেখানে যেমন কালো পতাকা দেখানো হয়, তেমনি গো ব্যাক স্লোগান দেওয়া হতে থাকে। তার মাঝেই বিজেপি নেতার কনভয় লক্ষ্য করে চলে হামলা।

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হতেই তার বিরুদ্ধে মুখ খোলেন রাজ্যের বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের বিরোধী দলের নেতারা বর্তমানে কীভাবে কাজ করছেন, শুভেন্দু অধিকারীর উপর এই হামলা, তার প্রমাণ দিল বলে মন্তব্য করেন শমিক ভট্টাচার্য।