কলকাতা: শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) বর্ধিত বর্ষাকালীন অধিবেশন (extended monsoon session) চলছিল। সেই সময় বারবার ফোনের রিং বেজে উঠছিল (frequent ringing of mobile phones) কিছু বিধায়কের। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (West Bengal Assembly Speaker Biman Bandopadhyay)। রেগে গিয়ে (lost his cool) বিধায়কদের হুঁশিয়ারিও দেন বলে জানা গেছে সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে।
বিধায়কদের উদ্দেশে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন আপনারা আপনাদের মোবাইল ফোনগুলিকে সাইলেন্ট মুডে (silent mode) রাখেন না। আমি আগেও এই বিষয়টি লক্ষ্য করেছি। এমনকী অধিবেশন চলাকালীন কয়েকজন বিধায়ককে নিজেদের মোবাইল ফোনে কথা বলতেও দেখেছি। এই ধরনের ঘটনা অধিবেশনের কাজে ব্যাঘাত (disrupt) সৃষ্টি করে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় পড়ি আমরা। আমি শেষবারের মতো আপনাদের সতর্ক করছি। বিধানসভার মধ্যে যখন অধিবেশন চলবে তখন মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সতর্ক হন। তা না হলে আপনারা যখন বিধানসভায় প্রবেশ করবেন তখন বাইরে নিজেদের ফোন জমা দিয়ে আসুন।" আরও পড়ুন: Shootout in Ranaghat Nadia Video: রানাঘাটে ভরদুপুরে দোকানে ডাকাতি! বন্দুক হাতে দুষ্কৃতিদের দৌরাত্ম্য, দেখুন ভিডিয়ো
#WestBengal Assembly Speaker #BimanBandopadhyay lost his cool over frequent ringing of mobile phones of legislators amid proceedings of extended monsoon session.
"Why can’t you keep your mobile phones in silent mode.. I have noticed this earlier also. I have also noticed some of… pic.twitter.com/eMRscGcghj
— IANS (@ians_india) September 1, 2023