কলকাতা, ২৯ এপ্রিল: আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) অষ্টম তথা শেষ দফার (8th Phase Poll) ভোটগ্রহণ চলছে। শেষ দফায় চার জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। মালদার ৬টা আসন হল-মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর। মুর্শিদাবাদের ১১টা আসন হল-খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি।

বীরভূমের ১১টা আসন হল-সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, বোলপুর, নানুর, লাভপুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, মুরারই, নলহাটি ও হাসন। কলকাতার যে ৭টা আসনে ভোট-চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া ও শ্যামপুকুর।

লাইভ আপডেট:

  • বিকেল ৫ টা পর্যন্ত  ভোটদানের হার ৭৬.০৭ শতাংশ
  • বেলা ৩টে ৩৭ মিনিট পর্যন্ত ভোটদানের হার ৬৮.৪৬ শতাংশ
  • বোলপুর ধরমপুরে রণক্ষেত্রের চেহারা নিল। পাথর ছোড়াছুড়ি, লাঠি দিয়ে মারধর। পুলিশের সামনে হামলা তৃণমূলের। ১ জন গুরতর আহত।
  • 'প্রার্থীর পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে না', জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে বললেন প্রিসাইডিং অফিসার।
  • তেলেঙ্গাবাগানে বেআইনি জমায়েত হঠাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে নামলেন সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে।
  • ভোটারের নাম মৃতের তালিকায়। ভোট দিতে গিয়ে বিপাকে ভোটার। ঘটনাটি মালদার মানিকচকের সিংহপাড়ায়।
  • দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৫৬.১৯ শতাংশ।
  • ইলামবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। শুরু হয়ে যায় হাতাহাতি। অভিযোগ তৃণমূলের ওপর।
  • 'নিষিদ্ধ বোমা নয়, দুটি বড় চকোলেট বোমা ফেটেছে', মহাজাতি সদন ঘটনায় জানাল নির্বাচন কমিশন
  • মানিকতলার নারকেলডাঙায় ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
  • ভোটগণনায় কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের সকলের করোনা পরীক্ষার নির্দেশ দেয় কমিশন। পোলিং এজেন্ট ও কেন্দ্রিয়বাহিনীদের করোনা পরীক্ষা নিয়ে কেন ব্যবস্থা নয়? আজ সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের।

  • বৈষ্ণবনগরের সাহাবান চক এলাকায় বিজেপি কর্মীকে কাঁচি দিয়ে আঘাত। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।
  • বোলপুর বিধানসভার ইলামবাজারের ১১৫ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর।
  • বাইকে করে ভোট দিতে গেলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে গেলেন মেয়েও।
  • খয়রাশোলে উদ্ধার বস্তা ভর্তি সকেট বোমা
  • সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭.৮০ শতাংশ
  • মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ।
  • চৌরঙ্গিতে ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনখর ও তাঁর স্ত্রী সুদেশ ধনখর

  • বেলেঘাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, রণক্ষেত্র এলাকা
  • মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ
  • শীতলকুচির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের কমিশনের
  • বীরভূমের নানুরে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়িতে ভাঙচুর
  • লাভপুর বিধানসভার পূর্ণ গ্রামে ১৩২ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
  • সকাল সাড়ে ৯টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ১৬.০৪ শতাংশ
  •  মালদা ১৮.৯৪ শতাংশ। মুর্শিদাবাদ ১৮.৮৯ শতাংশ। উত্তর কলকাতা ১২.৮৯ শতাংশ। বীরভূম ১৩.৫ শতাংশ
  • রবীন্দ্র সরণিতে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়িতে হামলা, বোমাবাজি
  • ভোট দিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চৌরঙ্গির তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়
  • ভোট দিলেন মালদার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা
  • পুনর্নির্বাচনের দিনও কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে উত্তেজনা।
  • নানুরে বিজেপির এজেন্টকে মার, ফাটল মাথা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
  • মহাজাতি সদনের কাছে বোমাবাজি, রিপোর্ট চাইল কমিশন।

  • সবাইকে ভোটাধিকার প্রয়োগের আবেদন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি লেখেন, আজ বাংলায় অষ্টম দফার অর্থাৎ অন্তিম পর্বের নির্বাচন।আমি এই পর্বের সকল ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে পূর্বের সাত দফা নির্বাচনের মতোই আপনারও বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে উৎসাহের সাথে অধিক সংখ্যায় ভোট দান করুন।

  • ভোট দিলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
  • মুর্শিদাবাদের হরিহরপাড়ার হোসেনপুরে কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর। অভিযোগ তৃণমূলের দিকে।
  • বীরভূমের লাভপুরে তাজা বোমা উদ্ধার। আটক ১ জন।
  • কাশীপুর বেলগাছিয়ার ২৪৭ নম্বর বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী।

  • ভোট শুরুর আগে বেলেঘাটা বিধানসভার গুরুদাস কলেজের বুথে উত্তেজনা। বিজেপির পোলিং এজেন্টদের বাধা ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • নানুরের বেজরা গ্রামে রাতভর বোমাবাজি। তৃণমূলের পোলিং এজেন্ট দেবদাস সরকারের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
  • সবাইকে ভোটাধিকার প্রয়োগের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি টুইটে লেখেন, আজ পশ্চিমবঙ্গ নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে দেওয়ার দেওয়ার ও গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করার আহ্বান জানাচ্ছি।

  • মুর্শিদাবাদের  ডোমকলে তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ২
  • রাতে নানুরের রাতভর বোমাবাজি
  • বীরভূমের বোলপুরের একটি বুথের ছবি। সকাল সকাল ভোট দিতে লম্বা লাইন ভোটারদের।