কলকাতা, ২৬ এপ্রিল: আজ ২৬ এপ্রিল সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) সপ্তম দফার ভোটগ্রহণ চলছে। রাজ্যের ৫ জেলার ৩৪টি আসনে ভোট গ্রহণ। এর মধ্যে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে করোনায় প্রার্থী মারা যাওয়ার কারণে এই দুই আসনের ভোট পিছিয়ে গিয়েছে। আগামী ১৬ মে এই দুই আসনে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commissioner)।
কোন কোন আসনে ভোট:
কলকাতা-কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ। দক্ষিণ দিনাজপুর-কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর। মালদা-হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া। মুর্শিদাবাদ-ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম। পশ্চিম বর্ধমান-পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।
লাইভ আপডেট:
- বিকেল ৫টা ৩১মিনিট পর্যন্ত ভোটদানের হার ৭৫.০৬ শতাংশ
- ভোটদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভোট কক্ষ থেকে বেরিয়ে 'ভিক্টরি' চিহ্নের ইশারায় জয়ের বার্তা দিলেন।
West Bengal CM Mamata Banerjee shows victory symbol after she cast her vote at a polling station in Kolkata#WestBengalElections2021 pic.twitter.com/AAAJzJQMtP
— ANI (@ANI) April 26, 2021
- দুপুর তিনটে পর্যন্ত ভোটদানের হার ৬৭.২৭ শতাংশ।
- ফিরহাদ হাকিমকে ঘিরে 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের।
- দুপুর ১টা পর্যন্ত সামগ্রিক ভোটদানের হার ৫৫.১২ শতাংশ।
- দুর্গাপুর পূর্বের মলানদিঘিতে তৃণমূল কর্মীদের ওপর কেন্দ্রীয় বাহিনীর মারধরের অভিযোগ।
- মালদহের চাঁচলে ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক দম্পতির উপর ব্লেড নিয়ে হামলার অভিযোগ। অভিযোগের তির কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
- মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের ১২৭-১৩০ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
- বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোটের হার ৩৭.৭২ শতাংশ
- জামুরিয়া বিধানসভা কেন্দ্রের শালডাঙ্গায় সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর
- শ্লীলতাহানির অভিযোগ। রাসবিহারীর বিজেপি প্রার্থী সুব্রত সাহার এজেন্টকে আটক করল নিউ আলিপুর থানার পুলিশ।
- রাসবিহারীতে ভোটারদের বিজেপির হয়ে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
- আসানসোল দক্ষিণে পুলিশের সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের।
- সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৭.৯৫ শতাংশ
- দক্ষিণ দিনাজপুরে ১৮.৭০ শতাংশ, মালদায় ১৮.৮৪ শতাংশ, মুর্শিদাবাদে ১৯.৫৪ শতাংশ, কলকাতা দক্ষিণে ১৩.০৯ শতাংশ ও পশ্চিম বর্ধমানে ১৭.০৭ শতাংশ ভোট পড়েছে।
- আসানসোল দক্ষিণে জেকে নগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওযার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
- পাণ্ডবেশ্বরে মোবাইল হাতে বুথে ঢোকার চেষ্টা বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা।
- বালিগঞ্জে ভোট দিলেন তৃণমূল সাংসদ নুরসত জাহান
TMC MP Nusrat Jahan Ruhi and her parents cast vote at a polling booth in Kolkata, for the seventh phase of #WestBengalElections2021 pic.twitter.com/xmkkjbw0Gd
— ANI (@ANI) April 26, 2021
- কুলটিতে ভোট দিলেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
- রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে বুথে ঢুকতে বাধা, অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
- মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থী মাসোহারা খাতুনের গাড়িতে হামলার অভিযোগ।
- রাসবিহারী কেন্দ্রের ১৬১ নম্বর বুথে খারাপ
- দুর্গাপুর পূর্ব ২৭৬ বিধানসভা কেন্দ্রের ১৪৬-এ বুথে ই ভি এম খারাপ।
- মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের আভাস থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় সরকার। বর্তমান পরিস্থিতি খুব খারাপ। খুবই দুঃখজনক। দেশের স্বাস্থ্য পরিকাঠামোর খামতি বেরিয়ে পড়েছে।
#Breaking সপ্তম দফার নির্বাচনে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন @abhishekaitc #WestBengalElections2021 #WestBengalPolls #BattleForBengal #Drishtibhongi
আরও পড়ুন>> https://t.co/KVCHvBjyGH pic.twitter.com/hzQmBMohPg
— Drishtibhongi (@Drishtibhongi) April 26, 2021
- কলকাতা বন্দরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার ১৯ টি তাজা বোমা
- চাঁচল বিধানসভার আসরাইল এলাকায় বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
- সকালেই ভোট দিলেন মালদার রতুয়া আসনের বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। তিনি বলেছেন, "রতুয়া মালদার সবচেয়ে পিছিয়ে পড়া নির্বাচনী এলাকা। বিদায়ী বিধায়ক এখানকার বাসিন্দা নন। তিনি কেবল ভোট পেতে আসেন। তাই লোকজন বিজেপিকে আনার সিদ্ধান্ত নিয়েছে।"
BJP candidate from Ratua constituency in Malda cast his vote for 7th phase of #WestBengalPolls, at Samsi Primary School. He says, "Ratua is the most backward constituency in Malda. The local MLA is a migrant MLA as he comes only to get votes. People have decided to go with BJP." pic.twitter.com/wyjXiu0K7x
— ANI (@ANI) April 26, 2021
- ছেলেকে সঙ্গে নিয়ে সাত সকালেই ভোট দিলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
Kolkata: TMC candidate from Bhowanipore constituency, Sobhandeb Chattopadhyay cast his vote for the seventh phase of #WestBengalPolls, at the polling booth at Manmatha Nath Nandan Boys And Girls School. CM Mamata Banerjee is the sitting MLA from the constituency. pic.twitter.com/fn4qPuYVhR
— ANI (@ANI) April 26, 2021
- মুর্শিদাবাদের রানিনগরে ভোটারদের বুথে যেতে বাধাদানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- মালদার রতুয়ার একটি ভোটের চিত্র
People cast their votes for the seventh phase of #WestBengalElections2021 today. Visuals from Samsi Primary School - designated as booth number 142/142 A - in Ratua constituency of Malda district. pic.twitter.com/IhLUl6j147
— ANI (@ANI) April 26, 2021
- মুর্শিদাবাদের তেঁতুলিয়ায় ভোটের আগের রাতে বোমামাজি।
- 'পশ্চিমবঙ্গ নির্বাচনের সপ্তম পর্ব আজ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ এবং সমস্ত COVID-19 সম্পর্কিত প্রোটোকল মেনে চলার আহ্বান জানাচ্ছি।', টুইট নরেন্দ্র মোদির
The seventh phase of the West Bengal elections takes place today. Urging people to exercise their franchise and follow all COVID-19 related protocols.
— Narendra Modi (@narendramodi) April 26, 2021