প্রতীকি ছবি

কলকাতা, ১৭ এপ্রিল: আজ রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) পঞ্চম দফার ভোটগ্রহণ। ৬ জেলার ৪৫টি আসনে ভোট গ্রহণ। ভোট হবে উত্তর ২৪ পরগনার ১৬টি, পূর্ব বর্ধমানের ৮টি, নদিয়ায় ৮টি, জলপাইগুড়ির ৭টি, দার্জিলিঙের ৫টি ও কালিম্পঙের ১টি আসনে ভোট নেওয়া হবে।

কোন কোন আসনে ভোট: উত্তর ২৪ পরগনা-পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ। পূর্ব বর্ধমান-খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর , মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।  নদিয়া-শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা। জলপাইগুড়ি-ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা। দার্জিলিং-দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি , শিলিগুড়ি, ফাঁসিদেওয়া। কালিম্পং-কালিম্পং।

লাইভ আপডেট:

  • অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। অক্সিজেন মাস্ক দিতে হয়  তাঁকে।
  • বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সামগ্রিক ভোটের হার ৭৮.৩৬ শতাংশ

  • কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলায় আহত তিনি। হামলার অভিযোগ তৃণমূলের ওপর।
  • বিকেল ৪টে ১৩ মিনিট পর্যন্ত ভোটদানের হার ৬৯.৪০ শতাংশ।
  • বরানগরের আলমবাজারে ফেরিঘাট এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ।
  • গয়েশপুরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের।
  • পানিহাটিতে সন্ময় বন্দোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ।
  • বিধাননগরের দত্তাবাদে বেআইনি জমায়েত রুখতে পুলিশের লাঠিচার্জ
  • বেলা ৩টে ১৫ পর্যন্ত ভোটদানের হার ৬২.৪০ শতাংশ
  • কল্যাণী বিধানসভার গয়েশপুরের বকুলতলায় ২৭০ নম্বর বুথে বোমাবাজি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জখম বিজেপির সমর্থক।
  • শান্তিপুরে চলল গুলি। গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল সমর্থক শক্তিনগর হাসপাতালে ভর্তি।
  • দেগঙ্গায় কোনও গুলি চলেনি, জানাল নির্বাচন কমিশন।
  • শীতলকুচির পর দেগঙ্গায় গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন।
  • দুপুর দেড়টা পর্যন্ত ভোটদানের হার ৫৪.৬৭%
  • ‘এই জায়গাকে শীতলকুচি বানাবেন না’, মধ্যমগ্রামে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদারের
  • বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান। উত্তপ্ত বরানগরের আলমবাজার।
  • বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.২ শতাংশ
  • চাকদায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে নির্দল প্রার্থী
  • পানিহাটিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ।
  • মেমারিতে বিজেপি এজেন্ট বসতে বাধার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বিধাননগরের শান্তিনগর। দু'পক্ষের মধ্যে ইটবৃষ্টি।
  • জলপাইগুড়ি- ১৮.৬৫%, কালিম্পং-১৪%, দার্জিলিং -১৪.৭৩%, উত্তর ২৪ পরগনা, ১৫.১৩%, পূর্ব বর্ধমান -১৬.০৬%, নদিয়া-১৬.৪৫%
  • সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটের হার ১৬.১৫ শতাংশ।
  • হেলমেট পরে বুথে বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী।
  • খণ্ডঘোষ বিধানসভার গলসি ২ নম্বর ব্লকের ১৫ নম্বর বুথে ইভিএম খারাপ
  • জামালপুর বিধানসভার ৮০ নম্বর বুথে ইভিএম খারাপ
  • কামারহাটিতে ১০৭ নম্বর বুথে অসুস্থ হয়ে মৃত্যু বিজেপি প্রাার্থীর পোলিং এজেন্টের। রিপোর্ট চাইল কমিশন। মৃতের নাম অভিজিৎ সামন্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।
  • আড়িয়াদহতে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা।
  • সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু।
  • মন্তেশ্বরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
  • কামারহাটির ১১২, ১৩৭ নং বুথে ইভিএম বিকল, বিধাননগরের ২৭৯এ বুথে ইভিএম বিকল, রাজারহাট-নিউটাউনের ২, ৫৯ বুথে ইভিএম বিকল
  • মিনাখাঁতে ৩২ নম্বর বুথ শালিপুরে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • ভোট দিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র
  • শিলিগুড়িতে নেতাজি বয়েজ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন অশোক ভট্টাচার্য ।
  • বুথে বুথে ঘোরার আগে দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র
  • দক্ষিণেশ্বরে একটি বুথে ভোটারদের লম্বা লাইন
  • হাড়োয়া বিধানসভার শাসন প্রীতিলতা ওয়াদ্দেদার হাই স্কুল ৮৭ ও ৮৭ এ-বুথে বিজেপির এজেন্টদের মারধর করে তুলে দিল তৃণমূল।
  • বিজেপি কোনও ফ্যাক্টর নয়। আমরাই জয়ী হব। এখন আমরা তৃণমূলের সাথে জোটে রয়েছি। ফল ভালোই হবে: ভোট দিয়ে বললেন বিমল গুরুং
  • এখনও পর্যন্ত খেলা শেষ হয়ে গেছে বলেই মনে হচ্ছে। পাহাড় ও আমাদের সমস্যা সম্পর্কিত বিষয়ে আমরা নজর রাখছি। আমরা চাই এই সরকার পরিবর্তিত হোক। আমরা বিজেপি সরকার চাই, আমরা ন্যায়বিচার চাই: বললেন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (জিএনএলএফ) সভাপতি মন ঘিষিং
  • ভোট দিলেন দেগঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী দীপিকা চট্টোপাধ্যায়।
  • জামালপুর বিধানসভার ৮০ এ বুথে ইভিএম খারাপ।
  • রায়না বিধানসভার  ৯৪ নম্বর বুথ ইভিএম মেশিন খারাপ থাকায় এখনও ভোট শুরু হয়নি।
  • দার্জিলিংয়ের ১৮১ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় ভোটগ্রহণ স্থগিত
  • কল্যাণীতে গয়েশপুর-কল্যাণী বাইপাস অবরোধ ভোটারদের। তাঁদের অভিযোগ, তৃণমূল তাঁদের হুমকি দিয়ে বুথ থেকে ফিরিয়ে দিয়েছি।
  • পঞ্চম দফার নির্বাচনে সকলকে ভোট দেওয়ার আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টুইটে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা  ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।"
  • নদিয়ার কল্যাণীতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বর্ধমান উত্তরে সরাইটিকরে বিজেপি এজেন্ট সহ চার জনকে মারধরের অভিযোগ
  • সল্টলেকের সুকান্ত নগরে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ