কলকাতা, ৬ এপ্রিল: আজ রাজ্যে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ (West Bengal Assembly Elections 2021 3rd Phase Poll)। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার ৩১ টি আসনে ভোট নেওয়া শুরু হয়েছে। হাওড়ার ৭টি আসন, হুগলির ৮টি আসন, দক্ষিণ ২৪ পরগনার ১৬টি আসনে ভোটগ্রহণ হবে। ভোট নেওয়া হচ্ছে হাওড়ার শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, উলুবেড়িয়া উত্তর এবং উলুবেড়িয়া দক্ষিণে। হুগলির জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুলে ভোট চলছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দীঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুরে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিটি বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফার ভোটে মোট ৭০৭ কম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন রয়েছে।
লাইভ আপডেট:
- তৃতীয় দফার নির্বাচন শেষ। সন্ধ্যে ৭টা ১১ মিনিট পর্যন্ত ভোটদানের হার ৭৭.৬৮ শতাংশ।
- তারকেশ্বরে ১৯৮ নম্বর বুথে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই বিষয়টিকে তুলে ধরে নির্বাচন কমিশনকে চিঠি লেখেন তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
TMC's Derek O Brien writes to Chief Electoral Officer, West Bengal regarding 'Gruesome sexual assault on minor girl by CRPF jawan in AC 198-Tarakeshwar, Hooghly' pic.twitter.com/42DlrcyW9d
— ANI (@ANI) April 6, 2021
- বিকেল ৫টা ৩৪মিনিট পর্যন্ত ভোটদানের হার ৭৭.৬৮ শতাংশ
- বিজেপিকে প্রার্থী পাপিয়া অধিকারীকে নিগ্রহ। অভিযোগের তির তৃণমূলের ওপর।
- উলুবেড়িয়া উত্তরে নির্মল মাজিকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি। মাথা ফাটল তাঁর নিরাপত্তা রক্ষীর। অন্যদিকে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ।
- তারকেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট। স্বপন দাশগুপ্তর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-র অভিযোগ বুথ দখল করার চেষ্টা করছে বিজেপি। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ সুজাতার।
- বিষ্ণুপুরের ১২৩ নম্বর বুথে মহিলা ভোটারকে বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে ভোট দিতে যান ওই মহিলা ভোটার। ভাইরাল হওয়া ভিডিও-র ভিত্তিতে ঘটনার রিপোর্ট চায় কমিশন। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে আটক করে পুলিশ।
- আরামবাগে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
WB: Clash erupts b/w TMC & BJP supporters in Arambag, as voting in assembly elections is underway
In Arandi-I area here, we've minority, SC voters who love Mamata Banerjee. Goons of BJP threatened & tortured women voters last night: Sujata Mondal, TMC candidate from Arambagh pic.twitter.com/EqUVoAzBiA
— ANI (@ANI) April 6, 2021
- বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৪.৭১ শতাংশ
- খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নাজিবুল করিমকে মারধরের অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।
- একজন প্রবীণ ভোটরকে ভোট দিতে নিয়ে যাচ্ছেন এক আইটিবিপি জওয়ান। সুন্দরবনের কুলপির একটি বুথের ছবি।
An ITBP jawan carries a senior citizen to help her reach a polling booth in Kulpi, Sundarban to cast her vote for the third phase of #WestBengalElections2021
(Pic source: Indo-Tibetan Border Police) pic.twitter.com/iyz5qaHSPV
— ANI (@ANI) April 6, 2021
- কেন্দ্রীয় বাহিনীর নির্মম অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, "কেন্দ্রীয় বাহিনীর নির্মম অপব্যবহার অব্যাহতভাবে অব্যাহত রয়েছে। বারবার এই বিষয়টি উত্থাপন করা সত্ত্বেও নির্বাচন কমিশন নীরব দর্শক হিসেবে রয়েছে, যখন ইউনিফর্ম পরে কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূলের ভোটারদের প্রকাশ্যে ভয় দেখানোর জন্য, এক পক্ষে ভোট দেওয়ার জন্য অনেকজনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন স্থানে অপব্যবহার করা হচ্ছে।"
The blatant misuse of Central forces continues unabated. Despite us repeatedly raising this issue, @ECISVEEP continues to be a mute spectator while men in uniform are being misused at several places to openly intimidate TMC voters & influence many to vote in favour of one party. pic.twitter.com/l6t28mxwBO
— Mamata Banerjee (@MamataOfficial) April 6, 2021
- গোঘাটের বদলগঞ্জে বিজেপি সমর্থকের মাকে খুনের ঘটনায় ধৃত ২
- বারুইপুর পূর্বের বেলেগাছি কানাপাড়া এলাকায় আক্রান্ত বিজেপি নেতা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার ১৪.৬২ শতাংশ।
- সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে ২০৬ নম্বর বুথের কাছে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর, অভিযুক্ত বিজেপি
- ডগিরা বাদুলডাঙায় ১৮০ ও ১৪৩ নম্বর বুথে সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে তৃণমূল। অভিযোগ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের।
#WestBengalPolls | TMC goons are not allowing people to cast their votes at booth no. 180, 143 Dagira Baduldanga. I have complained to the Election Commission officials: Dipak Haldar, BJP candidate from Diamond Harbour, South 24 Parganas pic.twitter.com/ZFBGH0BfLa
— ANI (@ANI) April 6, 2021
- তারকেশ্বরের ১১৯ নম্বর বুথে ইভিএম বিভ্রাটের ঘটনা। প্রায় আধ ঘন্টা ভোট বন্ধ থাকার পর সাড়ে সাতটা নাগাদ শুরু হয়েছে।
- বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণরামপুর বিদ্যালয় ১৩৫ নম্বর বুথে সকাল থেকেই ইভিএম খারাপ।
- সামাজিক দূরত্ব বজায় রেখেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ভোটাররা। ক্যানিং পূর্ব আসনে উত্তর মৌখালী জুনিয়র হাই মাদ্রাসায় বুথের ছবি।
Thermal scanning of voters being done, hand sanitiser and hand gloves being provided to them as they stand in a queue to cast their vote for the third phase of #WestBengalPolls.
Visuals from a polling station in Uttar Moukhali Junior High Madrasa in Canning Purba constituency. pic.twitter.com/Sd54mQH0aq
— ANI (@ANI) April 6, 2021
- সকলকে ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, "বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন - নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন।"
- ফুরফুরা হাই মাদ্রাসা বুথে ভোট দিলেন আইএসএফের আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি।
- হুগলির আরামবাগে ১২৯ নম্বর বুথে বিকল ইভিএম, ভোট প্রক্রিয়ায় বিলম্ব। পরে আবার ইভিএম বদলে ভোট শুরু হয়।
#UPDATE: Polling has now begun at booth number 129 of AC 200 in Arambag, Hooghly. #WestBengalPolls pic.twitter.com/MMaJI8aHLb
— ANI (@ANI) April 6, 2021
- হাওডার জগৎবল্লভপুর হাইস্কুলের ৩ এবং ৪ নম্বর বুথে আইএসএফের ক্যাম্প অফিস দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।
- ভোট দিলেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার।
West Bengal: BJP candidate from Diamond Harbour in South 24 Parganas, Dipak Haldar casts his vote at Abdalpur F P Primary School in the district for the third phase of #WestBengalPolls pic.twitter.com/YBkkA4MPbJ
— ANI (@ANI) April 6, 2021
- ক্যানিং পূর্বের দুর্গাপুর ১২৭ নম্বর বুথে আইএসএফ কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভায় তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল ইভিএম ও ভিভিপ্যাট। সাসপেন্ড সেক্টর অফিসার তপন সরকার।
Sector Officer has been suspended. It was a reserved EVM that has been removed from the election process. Severe action will be taken against all involved: Election Commission of India (ECI)
EVMs and VVPATs were found at the residence of a TMC leader in Uluberia, West Bengal pic.twitter.com/IBFwmDSXeY
— ANI (@ANI) April 6, 2021
- বাগনানে ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- "পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !", বাংলায় টুইট নরেন্দ্র মোদির।
পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
- গোঘাটের বদনগঞ্জে বিজেপি কর্মীর স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ।
- তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত বলেন, "এটি নতুন অভিজ্ঞতা তবে আমি চুপচাপ আত্মবিশ্বাসী। অগত্যা আমার আত্মবিশ্বাস দেখাতে হবে না। জনগণের কাছ থেকে প্রাপ্ত সমর্থনের দিক থেকে আমি মনে করি আমি জিতে যাব।"
It is new experience but I'm quietly confident. I don't necessarily have to show my confidence. In terms of support I've got from people, I think I'll win: Swapan Dasgupta, BJP candidate from Tarakeshwar
He tendered his resignation as Rajya Sabha MP last month#WestBengalPolls pic.twitter.com/F9hzYDOAYE
— ANI (@ANI) April 6, 2021
- ডায়মন্ডহারবারের একটি বুথের ছবি
West Bengal to vote today in the third-phase of #AssemblyElections2021
Mock poll underway in the polling booth at Abdalpur FP Primary School in Diamond Harbour, South 24 Parganas district pic.twitter.com/jEXv1S3wed
— ANI (@ANI) April 6, 2021