দিলীপ ঘোষ

কলকাতা, ২ মে: ২ মে বিধানসভা নির্বাচনের গণনা শুরু হওয়ার পর প্রথমে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির টক্কর শুরু হয়। প্রথম কয়েক দফা গণনার পর বিজেপি (BJP) এবং তৃণমূলের টক্কর শুরু হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাসফুল শিবিরের সঙ্গে পদ্ম শিবিরের তফাৎ বাড়তে শুরু করে। দিনের শেষে তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসনে এগিয়ে যায়। অন্যদিকে ৮০-র ঘরও টপকাতে পারেনি বিজেপি। তৃণমূল কংগ্রেস(TMC) এবং বিজেপির ফলাফলে তফাৎ বাড়তেই কার্যত জয় নিশ্চিত করে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নন্দীগ্রাম (Nandigram) থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পরাজিত হলেও, তৃণমূলের এই ঐতিহাসিক জয়ের পর বাংলার মানুষকে শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেস নেত্রী।

তৃণমূলের এই বিপুল জয়ের পর সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'যোগ্য বিরোধী দল হিসেবে কাজ করব। এই ফলের জন্য সবাইকে ধন্যবাদ। বিজেপির এই পরাজয়ের পিছনে অনেক কারণ থাকতেপারে। এ বিষয়ে আমরা অ্যানালিসিস করব যে কেন হারলাম।'

আরও পড়ুন: West Bengal Assembly Election Results 2021: নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী, পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়

শুধু তাই নয়, নির্বাচনের আগে যাঁরা দল বদল করে বিজেপিতে এসেছেন, তাঁদের হয়ত মানুষ ভালভাবে নেননি। ফলে এটাও একটা শিক্ষা হল বলে মন্তব্য করেন দিলীপ (Dilip Ghosh)। তিনি আরও বলেন, 'আমরা জানতাম লড়াই হবে। খুব কম ভোটে হারজিত হয়েছে। ফারাক খুব সামান্য। ১%, ২% ভোট বাড়াতে পারলে, অনেকগুলো আসন পেতাম। কীভাবে হারলাম, সাধারণ মানুষের মতামত নেব। আজকের উপর দাড়িয়ে, আগামী দেনর রণনীতি ঠিক করব।'