ডেবরা, ১ এপ্রিল : দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Elections 2021) ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্যের একাধিকএলাকা। দ্বিতীয় দফার ভোট শুরুর পর ডেবরায় উত্তেজনা বাড়তে শুরু করে। যার জেরে আটক করা হয় ডেবরায় বিজেপির (BJP) মণ্ডল সভাপতি মোহন সিংকে।
ডেবরায় তৃণমূল কংগ্রেসের(TMC) হয়ে লড়াই করছেন হুমায়ুন কবীর। অন্যদিকে গেরুয়া শিবিরের টিকিটে লড়ছেন ভারতী সিং। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই বাইরে থেকে লোকজন ওই এবাকায় প্রবেশ করতে শুরু করে। শুধু তাই নয়, বাইরে থেকে গুন্ডা এনে ডেবরায় (Debra) অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
West Bengal: Police detain Mohan Singh, BJP's Mandal President of Debra
A ruckus erupted near a polling booth in the Debra assembly constituency today as polling is underway in the second phase of assembly elections
— ANI (@ANI) April 1, 2021
স্থানীয়দের দাবি, তাঁরা এলাকার মানুষ। তাঁরা কেন গন্ডগোল করবেন? বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা বাইরে থেকে গুন্ডা এনে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন স্থানীয় মানুষ।
West Bengal: CPIM workers agitated at Ghatal today, alleged that they were being stopped by TMC workers as they were on their way to cast their vote
Later, security forces reached the spot and removed the road blockade pic.twitter.com/pZvC8BQMxz
— ANI (@ANI) April 1, 2021
অন্যদিকে ভোট শুরুর পর আজ ঘাটালের বেশ কয়েকটি জায়গায় অশান্ত শুরু হয়। তৃণমূল কংগ্রেস সমর্থকদের দাবি, তাঁরা ভোট দিতে যাচ্ছিলেন। ওই সময় আচমকাই তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সিপিএমের স্থানীয় কিছু লোকজন অশান্তি শুরুর চেষ্টা করেন। রাস্তাও আটকে দেওয়া হয়। পরে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।