West Bengal Assembly Elections 2021 Phase 2 : দ্বিতীয় দফার ভোট ঘিরে অশান্তি, ডেবরায় আটক বিজেপির মণ্ডল সভাপতি

পশ্চিমবঙ্গ Team Latestlybangla|Team Latestlybangla|
West Bengal Assembly Elections 2021 Phase 2 : দ্বিতীয় দফার ভোট ঘিরে অশান্তি, ডেবরায় আটক বিজেপির মণ্ডল সভাপতি
বিক্ষিপ্ত অশান্তি (ছবি এএনআই)

ডেবরা, ১ এপ্রিল : দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Elections 2021) ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্যের একাধিকএলাকা। দ্বিতীয় দফার ভোট শুরুর পর ডেবরায় উত্তেজনা বাড়তে শুরু করে। যার জেরে আটক করা হয় ডেবরায় বিজেপির (BJP) মণ্ডল সভাপতি মোহন সিংকে।

ডেবরায় তৃণমূল কংগ্রেসের(TMC) হয়ে লড়াই করছেন হুমায়ুন কবীর। অন্যদিকে গেরুয়া শিবিরের টিকিটে লড়ছেন ভারতী সিং। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই বাইরে থেকে লোকজন ওই এবাকায় প্রবেশ করতে শুরু করে। শুধু তাই নয়, বাইরে থেকে গুন্ডা এনে ডেবরায় (Debra) অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

 

আরও পড়ুন  : West Bengal Assembly Elections 2021 Phase 2 Polls Live Updates: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৩.১৪ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

স্থানীয়দের দাবি, তাঁরা এলাকার মানুষ। তাঁরা কেন গন্ডগোল করবেন? বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা বাইরে থেকে গুন্ডা এনে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন স্থানীয় মানুষ।

 

অন্যদিকে ভোট শুরুর পর আজ ঘাটালের বেশ কয়েকটি জায়গায় অশান্ত শুরু হয়। তৃণমূল কংগ্রেস সমর্থকদের দাবি, তাঁরা ভোট দিতে যাচ্ছিলেন। ওই সময় আচমকাই তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সিপিএমের স্থানীয় কিছু লোকজন অশান্তি শুরুর চেষ্টা করেন। রাস্তাও আটকে দেওয়া হয়। পরে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change