কলকাতা, ৫ এপ্রিল: তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী অরূপ বিশ্বাসের(Aroop Biswas) হয়ে প্রচার শুরু করলেন জয়া বচ্চন। সোমবার তৃণমূল কংগ্রেসের টালিগঞ্জের প্রার্থীর হয়ে প্রচারে (West Bengal Assembly Election 2021) দেখা যায় সমাজবাদী পার্টির এই তারকা সংসদকে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ( Babul Supriyo) হয়ে এই কেন্দ্র থেকে এবার লড়াই করছেন অরূপ বিশ্বাস। অরূপকে সঙ্গে নিয়েই তৃমমূলের প্রচারে দেখা যায় সমাজবাদী পার্টির এই হাই প্রোফাইল এই সাংসদকে।
রবিবার রাতে কলকাতায় হাজির হন জয়া বচ্চন। তখন থেকেই জয়াকে নিয়ে রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু হয়। সোমবার দোলা সেনকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন জয়া বচ্চন (Jaya Bachchan)।
West Bengal: Samajwadi Party (SP) MP Jaya Bachchan campaigns for Aroop Biswas, TMC candidate from Tollygunge.
Biswas is contesting against BJP's Babul Supriyo.#WestBengalElections2021 pic.twitter.com/BZNOaeaDfz
— ANI (@ANI) April 5, 2021
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : মাথা ভাঙা, পা ভাঙা নিয়ে লড়ছেন মমতা, তৃণমূলের পাশে জয়া
তিনি বলেন, মমতা (Mamata Banerjee) একজন মহিলা হয়ে যা করছেন, তা প্রশংসনীয়। মাথা ফাটা, পা ভাঙা অবস্থায় কাজ করে যাচ্ছেন তিনি। বাঙালিরা সব সময় সত্যের সঙ্গে থেকেছেন। বাঙালিদের (Bengalis) ভয় দেখিয়ে কেউ কিছু করতে পারেননি। এখনও পারবেন না। পাশাপাশি বাংলার মাটি, বাংলার জল থেকে উদ্ধৃত করে জয়া এই নির্বাচনে সমস্ত বাঙালিদের এক হোক বলে ডাক দেন।