নন্দীগ্রাম, ৩০ মার্চ : ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে শুভেন্দু অধিকারী। ফলে রাজ্য রাজনীতি তো বটেই, গোটা দেশেরও নজর রয়েছে নন্দীগ্রামে।
নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে জয়ী করতে মঙ্গলবার রাজ্যে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুকে সঙ্গে নিয়েই রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : 'মানসিক স্থিরতা হারিয়েছেন মমতা', তোপ বিজেপির
West Bengal: Union Home Minister & BJP leader Amit Shah holds roadshow in Nandigram.
Suvendu Adhikari, BJP's candidate from Nandigram is also present. pic.twitter.com/aA78Y4c46v
— ANI (@ANI) March 30, 2021
অমিত শাহ যখন শুভেন্দুর সমর্থনে নন্দীগ্রামে রোড শো করছেন, সেই সময় সোনাচূড়ায় নির্বাচনী জনসভায় হাজির হন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কড়া গরমে হুইল চেয়ারে বসেই নির্বাচনী সভায় হাজির হন মমতা।
Kharagpur: Bharatiya Janata Party's Mithun Chakraborty campaigns for actor Hiran Chatterjee, the party's candidate from the Kharagpur Sadar assembly seat#WestBengalElections2021 pic.twitter.com/AED7IaHDyC
— ANI (@ANI) March 30, 2021
অন্যদিকে অমিত শাহ যখন নন্দীগ্রামে রোড শো করছেন, সেই সময় খড়গপুরে প্রচার শুরু করলেন মিঠুন চক্রবর্তী। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে মঙ্গলবার প্রচারে নামেন মহাগুরু। হিরণের সঙ্গে মিঠুনকে একযোগে দেখতে খড়গপুর সদরের বিভিন্ন জায়গায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ।