মমতাকে আক্রমণ ধর্মেন্দ্রর

দিল্লি, ৩০ মার্চ : নিমতায় বিজেপি (BJP) কর্মীর মায়ের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ঘটনার বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ (Amit Shah)। হিংসা মুক্ত ভবিষ্যত গড়তে, মহিলাদের সুরক্ষিত করতে নতুন বাংলা তৈরি করা হবে বলে তৃণমূল কংগ্রেস(TMC) নেত্রীকে আক্রমণ করেন শাহ।

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই ট্যুইটের পর পালটা (West Bengal Assembly Election 2021) আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মহিলাদের উপর হিংসা কখনওই বরদাস্ত করা হবে না। বাংলার অবস্থা নিয়ে অমিত শাহকে ভাবতে হবে না। উনি উত্তরপ্রদেশ নিয়ে চিন্তা করুন। হাথরস-সহ গোটা উত্তরপ্রদেশের কী হাল, সে বিষয়ে চিন্তা করুন অমিত শাহ।

আরও পড়ুন : Nimta: নিমতায় মৃত্যু 'আক্রান্ত' বিজেপি কর্মীর মায়ের, রাজনৈতিক যোগ ওড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়

নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের পর তাঁকে পালটা আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, নন্দীগ্রামে তৃণমূলের বিরুদ্ধে যে বিরুদ্ধ হাওয়া চলছে, তা মেনে নিতে পারছেন না মমতা (Mamata Banerjee)। বিজেপি কর্মীর মায়ের মৃত্যুতে ওই পরিবারকে স্বান্তনা দেওয়ার পরিবর্তে মমতা উত্তরপ্রদেশের উদাহরণ টেনে আনছেন। উত্তরপ্রদেশের (UP) উদাহরণ টেনে বিজেপি কর্মীর মায়ের মৃত্যুতে নিজের দায় এড়াতে চাইছেন বলেও মমতাকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন : 

হারের ভয়ে মমতা বন্দ্যাপাধ্যায় নিজের মানসিক স্থিরতা হারিয়ে ফেলেছেন বলেও আক্রমণ করেন মোদী (Narendra Modi) মন্ত্রিসভার এই সদস্য।

প্রসঙ্গত নিমতায় বিজেপির কর্মীর অশীতিপর মায়ের মৃত্যুতে কোনও রাজনৈতিক যোগ নেই। ওই বৃদ্ধা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়।