West Bengal: প্রিয় শিক্ষিকাকে ঘিরে গান, ছাত্রীদের ভালবাসায় 'শম্পা ম্যাম' কাঁদলেন হু হু করে
Teacher Crying To Watch Students Love (Photo Credit: Twitter)

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:  কোভিডের (COVID 19) জেরে প্রায় ২ বছর বন্ধ ছিল স্কুল, কলেজসহ সমস্ত শিক্ষাঙ্গন। করোনা সংক্রমণ কমতে শুরু করায় বর্তমানে গোটা দেশের পাশাপাশি রাজ্য (West Bengal) জুড়েও খোলা হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। টানা ২ বছর বন্ধ থাকার পর সম্প্রতি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খোলারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। করোনাকাল (Corona) কাটার পর স্কুল খুলতেই এবার প্রকাশ্যে এল এক অন্যরকম দৃশ্য। উত্তর ২৪ পরগণার কাটিয়াহাটের বিকেএপি গার্লস স্কুলের এই ছবি চোখে জল নিয়ে আসবে যে কোনও মানুষের।

ট্য়ুইটারে (Twitter) একটি পেজ থেকে বসিরহাটের কাটিয়াহাটের বিকেএপি স্কুলের (School) একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে দেখা যায়, স্কুলর 'শম্পা ম্যামকে' ঘিরে রয়েছ বেশ কয়েকজন ছাত্রী। গোলাপ  নিয়ে তাসা বসে রয়েছে শিক্ষিকার সামনে।

আরও পড়ুন: Malaysian Minister: 'একগুঁয়ে স্ত্রীকে বাগে আনতে অল্পবিস্তর মারধর করতেই পারেন স্বামী' মন্ত্রীর কথায় বিশ্বজুড়ে সমালোচনা

শুধু তাই নয়,  'শম্পা ম্যামকে' ঘিরে ধরে শাহরুখের 'তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা মে ক্যা করুও' গাইতে শোনা যায় ওই ছাত্রীদের। পড়ুয়াদের ভালবাসায় আপ্লুত শিক্ষিকা কেঁদে ফেলেন প্রকাশ্যে। শুধু তাই নয়, পড়ুয়াদের জড়িয়ে ধরতেও দেখা যায় ওই শিক্ষিকাকে। দেখুন সেই ভিডিয়ো...