ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর ক্রমশ অত্যাচার বাড়ছে। ইসকনের (ISKCON) প্রাক্তন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়। আর সেই আঁচ এবার পড়েছে ভারতে। বাংলাদেশে ইসকন বিরোধী ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে কলকাতায়। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিনিয়ত বিক্ষোভ দেখাচ্ছে একাধিক রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন। এরমধ্যে আচমকাই কলকাতায় ইসকনের ওয়েবসাইট হল হ্য়াক। জানা যাচ্ছে. গত দু'দিন ধরেই নিউটাউনে অবস্থিত ইসকনের ওয়েবসাইট কাজ করছিল না। প্রথমে মনে হচ্ছিল যে প্রযুক্তিগত কোনও সমস্যা হতে পারে।
তবে শনিবার সকালে ওয়েবসাইট খুলেই চক্ষু চড়কগাছ ইসকন কর্তৃপক্ষদের। জানা যাচ্ছে ওয়েবসাইটে ভেসে উঠেছে বেশ কয়েকটি ইসলামিক স্লোগান। জানা যাচ্ছে আল মশাল নামে এক ইসলামিক সংগঠন এই ওয়েবসাইট হ্যাক করেছিল। যদিও পরবর্তীকালে নিজেদের ইঞ্জিনিয়র ও প্রযুক্তিবিদদের ডেকে সবকিছু ঠিক করা হয়। তবে এই ঘটনার কারণে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ওয়েবসাইট। যদিও বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।