কলকাতা, ৩০ অক্টোবর: ভাইফোঁটা (Bhai Phonta) অতিক্রান্ত। বাঙালির উৎসবের তালিকায় (Bengali Festival List) বেশ কিছুদিনের জন্য চলবে ভাঁটা। শীতের (Winter) হাত ধরে ফের উৎসব এসে হাজির হবে বাঙালির বারো মাসে তেরো পার্বণের তালিকায়। ভাইফোঁটার পরদিন অর্থাৎ আজ বুধবার সকাল থেকেই আকাশ রয়েছে মেঘমুক্ত। ঝিলিক দিয়ে উঠেছে রোদ। রাজ্যের কোথাও বৃষ্টি (Rain) হয়নি বলেই খবর। এমনকী আজ রাতেও আকাশ একেবারে পরিস্কার থাকবে বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷
হাওয়া অফিসের খবর, দিনভর আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বৃষ্টি না হলেও রাতের দিকে (Night) তাপমাত্রার পারদ অনেকখানি কমে যাবে। গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে এক ধাক্কায় পারদ বেশ কিছুটা নেমে গিয়েছিল। ভাইফোঁটায় সকালে কড়া রোদ দেখা দিলেও বাতাসে হাল্কা শীতের পরশ বজায় ছিল সারাদিন। তবে ঠান্ডা হাওয়া বইলেও এখনই পাকাপাকিভাবে শীত আসেনি বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনার কথাই জানান হয়েছিল। আরও পড়ুন: West Bengal Weather Update: নিশ্চিন্তে বাজি পোড়ান খোলা ছাদে; কালীপুজোর রাতে ঝকঝকে থাকছে আকাশ
আবহাওয়াবিদরা আগেই জানিয়ে দিয়ে ছিলেন, গত রবিবার থেকে বৃষ্টি কমবে বঙ্গে। পশ্চিমী শুকনো বাতাস ঢোকারও সম্ভাবনা কম। কারণ, আরব সাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় (Cyclone) 'কিয়ার।' সেটির সম্ভাব্য অভিমুখ ওমান। জানা গিয়েছে, ঘূর্ণিঝড় পুরোপুরি দুর্বল না হলে উত্তর ভারতে (North India) শীত আসতে দেরী হবে।