কলকাতা, ১৪ জুন: আগামী ৪, ৫ দিনের মধ্যে বৃষ্টি প্রবেশ করতে পারে উত্তরবঙ্গে (North Bengal)। এমনই জানানো হল আবহাওয়া দফতরের (Weather Office) তরফে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়, পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে উত্তরের জেলাগুলিতে এক বা দু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতরের এই সতর্কতায় ফের ভয় বাড়ছে উত্তরবঙ্গে। গত কয়েকদিন ধরে যে অতি ভারী বৃষ্টি হচ্ছে সিকিম-সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে, সেখানে আরও প্রবল বর্ষণ হলে, পরিস্থিতি কী হবে, সে বিষয়ে আশঙ্কা ছড়াতে শুরু করেছে।
এদিকে একটানা বৃষ্টির জেরে সিকিমে বিপর্যয় নামতে শুরু করেছে। সিকিমেএকটানা বৃষ্টির জেরে তিস্তায় জল বাড়ছে। তিস্তায় জল বাড়তে শুরু করায় নদীর পাড়ের বহু বাড়ি ভেঙে পড়তে শুরু করে। ফলে তিস্তা বাজার এলাকায় বসবাসকারী বহু মানুষকে সরিয়ে, নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়।