বৃষ্টি। Image used for representational purpose | (Photo Credits: PTI)

কলকাতা, ৮ জুলাই: চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস (IMD)৷ বৃহস্পতিবার থেকে রবিবার তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যার আশঙ্কা। ইতিমধ্যেই তিস্তার জলস্তর নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে৷

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে হিমালয়ের পার্বত্য এলাকায়। সে কারণে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের জেলাগুলিতে। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধসেরও সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। নদীগুলির জলস্তরও বাড়ার কারণে হতে পারে বন্যাও। আরও পড়ুন: Kolkata Containment Zone List: রাজ্যের কনটেনমেন্ট জোনে বাড়ল লকডাউন, দেখুন কলকাতার তালিকা

২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে কোচবিহারে। আলিপুরদুয়ারেও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।