কলকাতা, ১২ সেপ্টেম্বর: রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক এলাকায়। সোমবারও রাজ্যের বভিন্ন এলাকায় সকাল থেকে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। শহর (City) কলকাতায় সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায়, সপ্তাহের প্রথম দিনে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
আবহাওয়া দফতরের (IMD) খবর অনুযায়ী, সোমবারের পাশাপাশি মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। বিশেষ করে কলকাতা এবং দক্ষিণবঙ্গে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা গভীরে পরিণত হয়েছে। এই নিম্নচাপের জেরেই বাংলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীরা যাতে সমুদ্রে (Sea) না যান, সে বিষিয় জারি করা হয়েছে সতর্কতা।
আরও পড়ুন: Viral: মাদকের নেশায় 'চুর' মহিলা, রাস্তার উপর দাঁড়িয়েই রইলেন, ভাইরাল ভিডিয়ো
সবকিছু মিলিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। মৎস্যজীবীদের পাশাপাশি পর্যটকরা যাতে সমুদ্রে না যান, সে বিষয়েও জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।