Winter In West Bengal: রোদ্দুর উঠতেই নামল পারদ, কড়া নাড়ছে শীত
Weather(Photo Credits: Pixabay)

কলকাতা, ১৭ নভেম্বর:  মেঘ কাটতেই লম্বা ইনিংস শুরু করে দিল শীত। ভোর থেকেই শীতের শিরশিরানি জানান দিচ্ছে। বেলা বাড়তেই ঝকঝকে আকাশ। একেবারে ঝা চকচকে রোদ্দুর। দুপুর গড়ালে ঠাণ্ডার আমেজ বজায় না থাকলেও এবার বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। অবশেষে নভেম্বরের মাঝামাঝি শীতের দেখা মেলায় খুশি বঙ্গবাসী। উত্তরবঙ্গেও বৃষ্টি বিদায় নিয়ে সোনা রোদ ঝলমল করছে।  আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, পূবালি হাওয়া ও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কেটে যাওয়ায় এদিন থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা ইতিমধ্যেই কমেছে। মঙ্গলবারের তুলনায় বুধবারে সর্বনিম্ন তাপমাত্রা অন্তত আডা়ই ডিগ্রি কম থাকবে। আরও পড়ুন- Punjab: আজ পুনরায় খুলছে পাঞ্জাবের করতারপুর সাহিব করিডর

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে গত কয়েক দিনের তুলনায় কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। ২৪ ঘণ্টায় তা হতে পারে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিকে সপ্তাহের শেষে রাজ্যে জলীযবাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। তাই শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। এর জেরে শীত উধাও হয়ে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।