কলকাতা, ৭ জুন: রবিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের (Weather Update) পরেও কমেনি গরম৷ আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে৷ জ্যৈষ্ঠের দাবদাহে দিশেহারা বঙ্গবাসী৷ এদিকে আলিপুরের হাওয়া অফিসের তথ্য বলছে আজও গরম কমার কোনও সম্ভাবনা নেই৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যূনতম ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০২.১ মিমি। আরও পড়ুন-Prince Harry and Meghan Markle: মা ডায়ানাকে মনে রেখে নামকরণ, রাজকুমার হ্যারি ও মেগানের শিশুকন্যার নাম কী?
বলাবাহুল্য, বর্ষা এবার দেরিতে আসবে রাজ্যে৷ এমন খবর আগের থেকেই ছিল৷ তবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে বর্ষা চলে আসবে৷ তবে তার আগে প্রাক বর্ষার বৃষ্টি হবে এদিক সেদিক৷ গতকাল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পরেও গরম থেকে রেহাই মেলেনি৷ তবে বজ্রপাতের পরিমাণ ছিল মারকাটারি৷ আজও তেমন দুর্যোগের পূর্বাভাস মিলেছে৷ আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে এদি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ঝড়াগ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টি হবে৷ উত্তরের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে৷ কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে৷