কলকাতা, ১০ এপ্রিল: চতুর্থ দফার ভোটে ঝড়বৃষ্টির (West Bengal Weather Update) পূর্বাভাস শোনাল আলিপুরের হাওয়া অফিস। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে থাকবে কালবৈশাখীও। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে বৃষ্টিপাত। তাই আজ ভোট দিতে গেলে আবহাওয়ার কথা মাথায় রাখুন, কারণ ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার, এই তিনদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এমনটাই বলছে হাওয়া অফিস। ঝড়ের গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। শনিবারের সর্বোচ্চ তাপাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রাতার পরিমাণ ৯০ শতাংশ। আরও পড়ুন-West Bengal Assembly Elections 2021 4th Phase Poll Live Updates: শীতলকুচির পাগলা পীরে ভোটের লাইনে দুষ্কৃতীদের গুলি, মৃত্যু এক যুবকের
ভোট আবহে গরম পড়ছে জমিয়ে। মাঝে মাঝে কোথাও মেঘলা আকাশ দেখা গেলেও গত রবিবারের পরে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়নি। তবে সেই সপ্তাহান্তের বৃষ্টি খরতাপের পারদকে অনেকটাই কমিয়ে দিয়েছিল। বাতাসে আদ্রতাজনিত অস্বস্তি থাকায় এই খবরে অনেকটাই খুশি বঙ্গবাসী।