Spring (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৬ মার্চ: পয়লা চৈত্রেই বরুণ দেবের দারুণ তেজে ঝলসে যাচ্ছে বাংলা (spring)। কলকাতা না কি পুরুলিয়া মার্চের দ্বিতীয় সপ্তাহে তা আঁচ করা বেশ শক্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। দমদম ৩৫-এ নামলেও সল্টলেক আবার এক ডিগ্রি বাড়িয়ে ৩৬.৪-এ অবস্থান করছে। এককথায় শুষ্ক গরমে রাজ্যের পশ্চিমের জেলাগুলিকে তাক লাগিয়ে দিয়েছে শহর কলকাতা। একেবারে পুরুলিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে গঙ্গা পারের শহর। যদিও আবহাওয়াবিদদের মতে, মার্চের শুরুতে এমন গরমে অবাক হওয়ার কিছু নেই।

২০১৮ সালের মার্চে এই শুষ্ক গরম কলকাতাকে ছুঁয়েছিল। আর এ বচর ফাল্গুনের শেষদিনেই খরতাপে জ্বলছে কলকাতা, চৈত্রের শুরুটা তাতেই বেশ মালুম হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে। বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয়বাষ্প না ঢোকায় শুষ্ক গরম আপাতত দক্ষিণবঙ্গের এদিকটায় থাকবে। এমনকী আগামী কয়েকদিন শুষ্ক গরমের পূর্বাভাসও রয়েছে। একমাত্র পাহাড় বাদে গোটা রাজ্যে গরমের পরশ নিয়েই চৈত্রের সূচনা হচ্ছে।