কলকাতা, ১ এপ্রিল: দক্ষিণবঙ্গের তাপমাত্রায় (Weather Update) বিশেষ কোনও পরিবর্তনের আশা শোনাতে পারল না আলিপুরের হাওয়া অফিস। গতকাল থেকেই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় শুরু হয়েছে তাপপ্রবাহ। দক্ষিণের বাকি জেলাগুলির তাপমাত্রাও ঊর্দ্ধমুখী। এই পরিস্থিতিতে বৃস্টির কোনও খবর নেই। একমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। বাতাসে আপেলিক আদ্রতা বেশি থাকায় গরমের জেরে বাড়বে অস্বস্তি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়ায়, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণে যখন গরমে নাভিশ্বাস ওঠার পরিস্থিতি উত্তরে তখন তাপমাত্রা না বাড়ার খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আপাতত নেই।