Winter (Representational Image Only)

কলকাতা, ১৫ ডিসেম্বর:  মেঘ জমানো অভিমান সরিয়ে বাংলায় একেবারে দিলদরিয়া শীত। বেলা বাড়লেও কমছে না ঠান্ডার কামড়। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে,  এ ছদ্ম শীত নয়, একেবারে আদি অকৃত্রিম নির্ভেজাল শীত। তাই তাপমাত্রা হু হু করে নামছে।যেমন  আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। অন্যদিকে, পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির নিচে। সংশ্লিষ্ট জেলায় রেকর্ড হওয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি। কলকাতায়  ১৫ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা। বুধবারের সকালেও নেমেছে পারদ। দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা-

  • পুরুলিয়া ১১.৭
  • শ্রীনিকেতন ১১.৮
  • পানাগড় ১২.৩
  • আসানসোল ১৩.৩
  • কৃষ্ণনগর ১৩.৪
  • মেদিনীপুর ১৩.৫
  • বাঁকুড়ায় পারদ নেমেছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।

এই শীতের আনন্দ এখন বেশ কিছুদিন স্থায়ী হবে।  শুধু ভোর বা রাতে নয় দিনের বেলাতেও থাকবে শীত। উত্তুরে হাওয়া দাপিয়ে বেড়াবে রাজ্যজুড়ে। গরম পোশাক, পিকনিক, ছোটখাটো ভ্রমণ সবই এবার আনন্দেই সারতে পারবেন বঙ্গবাসী। বড়দিন পর্যন্ত আর শীতের অপেক্ষায় থাকতে হবে না। আরও পড়ুন-'Harnaaz Pe Kar Naaz': মিস ইউনিভার্স হারনাজ কৌর সাঁধুকে সম্মান জানাল আমূল, দেখুন টুইট

শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরেও শীতের দাপট দেখার মতো এদিন সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা-

  • কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াস
  • শিলিগুড়ি ১০.২
  • কোচবিহার ১০.৪
  • জলপাইগুড়ি ১১.৫
  • দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩