Winter (Representational Image Only)

কলকাতা, ২০ জানুয়ারি: মাঘের শীতে (Winter) কাঁপছে দুই বঙ্গ। বৃহস্পতিবারের সকালেও কুয়াশা ঘেরা কলকাতা থেকে কোচবিহার সবার গায়েই গরম পোশাক। শীতের কামড় থেকে বাঁচতে কেউ কেউ কাঠকুটো যা পেয়েছেন, তাই দিয়েই আগুন জ্বালিয়ে হাত পা সেঁকে নিচ্ছেন। শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১২ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি। বাতাসে সর্বাধিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৮ শতাংশ। সর্বনিম্ন আদ্রতার পরিমাণ ৬৭ শতাংশ। শনিবার থেকেই রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আপাতত আজ বৃহস্পতিবার শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শুক্রবারের আকাশে জমবে মেঘ। শনিবার অর্থাৎ ২২ তারিখ থেকে সোমবার ২৪ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে। উত্তর বঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে ফের ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরেও ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। এর জেরে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। তাই মাঘের কাঁপুনে শীত আবার উধাও হতে পারে।