West Bengal Monsoon: সকাল থেকেই ঝিরিঝিরি, দিনভর বৃষ্টিতে ভিজবে রাজ্য
কলকাতায় বৃষ্টি ফাইল ফোটো (Photo Credit: Facebook)

কলকাতা, ২৩ জুন: গত চার পাঁচদিন ধরে রাজ্যে চলছে বৃষ্টি (Monsoon)৷ গতকাল থেকে বৃষ্টির অবিচ্ছিন্ন ধারা বন্ধ হলেও এখনই বর্ষা যাচ্ছে না৷ আগামী শনিবার পর্যন্ত রাজ্যে তার অবাধ গতি৷ বুধবার সকালেও আকাশজুড়ে মেঘের ঘনঘটা৷ মাঝে মাঝে পথভুলে মেঘের ফাঁক থেকে রোদ্দুরের ঝিলিক দেখা গেলেও তা ক্ষণস্থায়ী৷ আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, মেঘ রোদ্দুরের খেলার মধ্যে বৃষ্টি এসে যেতে পারে যখন তখন৷ সারা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের জেলাতেই৷ আগামী কাল পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে৷ শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা৷ শনিবার বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনাতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস৷ আরও পড়ুন-Cuba's Abdala Vaccine: কিউবায় তৈরি কোভিড প্রতিষেধক ৯২.২৮ শতাংশ কার্যকরী?

আজ বুধবার ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ। তাই বৃষ্টি পড়ুক বা না পড়ুক আদ্রতাজনিত অস্বস্তি কিন্তু এখনই কাটছে না৷