West Bengal Monsoon: মুখভার আকাশের, বৃহস্পতিবার পর্যন্ত বর্ষণমুখর থাকবে রাজ্য
প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

কলকাতা, ২১ জুন: সপ্তাহের শুরুতও মুখভার আকাশের৷ আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে, এখনই বৃষ্টি বিদায়ের (Monsoon) কোনও সম্ভাবনা নেই৷ তবে দক্ষিণবঙ্গের তুলনায় সোমবার উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে৷ যদিও দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে আজ৷ আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার. কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা।  আরও পড়ুন-Virat Kohli Completes 10 Years In Test Cricket: টেস্টে ক্রিকেটে ১০ বছর, কোহলির চোখ ধাঁধানো সাফল্যের উদযাপনে আইসিসি

জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবে চলছে বৃষ্টিপাত। উত্তরপ্রদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পাঞ্জাব থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। এদিকে, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ফলে বাড়ছে বৃষ্টিপাত। আপাতত বর্ষণ মুখর থাকবে গোটা রাজ্য৷ এদিকে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ২৯ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি।