Cloudy Weather (Photo Credits: Wikimedia Commons)

কলকাতা, ২৫ মার্চ: সকাল থেকেই আকাশের মুখ ভার। যেন মৌনতা অবলম্বন চলছে। এর মধ্যেই সুখের খবর শুনিয়েছে আলিপুরের হাওয়া (West Bengal Weather Update) অফিস। আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হতে পারে বৃষ্টি।  দীর্ঘ কয়েকদিন ধরে  মারাত্মক গরমের পর আজ বৃষ্টির খবর শুনে বঙ্গবাসীর মুখে হাসি ফুটেছে।  কলকাতায় আজ বৃষ্টি হবে। বেশ কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি পড়বে আজ। তবে আজ থেকে গরম বাড়বে উত্তরবঙ্গে। গত দু'দিন  উত্তরে বৃষ্টি হওয়ায় গরম বাড়লেও স্বস্তির সম্ভাবনা রয়েছে। শুক্রবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।

গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।  কোথাও কোনও বৃষ্টি হয়নি গতকাল। তবে বুধবার সন্ধ্যার দিকে মালদহে ঝড় হয়েছিল। এবার চৈত্রতেই তাপপ্রবাহ শুরু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত ভয়াবহ গরম পড়ার সম্ভাবনা। তবে রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বসন্তে এমন কাটফাটা রোদ্দুর ও গরমে দিশেহারা রাজ্যবাসী বৃষ্টির খবরে স্বস্তির শ্বাস ফেলছে। তবে আগামী কাল থেকে অস্বস্তি বাড়িয়ে ফের পড়বে গরম।