কলকাতা, ৮ এপ্রিল: বিহার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা (Heat Wave )বাড়লেও দক্ষিণবঙ্গের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। জানিয়ে দিল হাওয়া অফিস। তবে কলাকাতর আকাশ আংশিক মেঘলা থাকবে। শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও আদ্রতার ঘাটনি পড়বে না। জার জেরে জনজীবনে বাড়বে অস্বস্তি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণের বাসিন্দারা যখন বৃষ্টির আশায় আকুল। উত্তরের জেলাগুলিতে তখন টানা বষ্টি চলছে। আহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও বৃষ্টিতে ভিজবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা।
এদিকে হাওয়া অফিস কোনও সংকেত না দিলেও আবহাওয়াবিদ ড. সুজীব কর বলেন, “আগামী দু’একদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে। যদিও তা খুব একটা স্পষ্ট নয়। কিন্তু, যেভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করছে তাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।”