West Bengal Weather Update: বর্ষবরণের পরের দিনে বৃষ্টিতে ভিজবে মহানগরী, পূর্বাভাস
বৃষ্টি (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৬ এপ্রিল: ভিজেছে দার্জিলিং। আজ ভিজবে শহর কলকাতা। এমনই আশার খবর শুনিয়েছে আলিপুরের হাওয়া অফিস (West Bengal Weather Update)। আগামী শনি ও রবিবার বৃষ্টির পূ্র্বাভাস মিলেছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি। যদিও বৃষ্টিপাতের জেরে শনিবার এক ডিগ্রি কমে ২৬ ডিগ্রি ছুঁতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ ছাতা মাথায় দিয়েই পঞ্চম দফার ভোট দেবে বঙ্গবাসী। চৈত্রের মাঝামাঝি থেকে তাপপ্রবাহে জেরবার গোটা রাজ্য। বর্ষবরণেও ঝড়বৃষ্টির দেখা মেলেনি এতদিনে এসেছে সুখবর। মহানগরীর পাশাপাশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরে, মালদায়। আরও পড়ুন-Coronavirus Cases In India: মহামারীর ভয়াবহতা, নববর্ষে নতুন সংক্রমণের কবলে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন

শুক্রবার থেকে শুরু হয়ে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। করোনা আবহে চলতি বছর বাড়বে গরম। আবহাওয়া বিশেষজ্ঞরা আগেভাগেই তার আভাস দিয়ে রেখেছিলেন দিন যত গড়াচ্ছে ততই রোদে গরমে পুড়তে পুড়তে বাঙালি মর্মে মর্মে এহেন সাবধান বাণীর সত্যতা উপলব্ধি করছে। গত এক সপ্তাহ ধরে বার বার ঝড়বৃষ্টির পূর্বাভাস মিললেও দক্ষিণবঙ্গের কোনও জেলা বা কলকাতায় কালবৈশাখীর দেখা মেলেনি। বৃষ্টি তো কোন ছাড়। বর্ষবরণের দিন তাতা পোড়া গরমে সিদ্ধ হতে হয়েছে মানুষকে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়েছিল ২৭ ডিগ্রিতে। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৭৩ ও ৫৫ শতাংশ।