Monsoon In West Bengal: আজও বর্ষণমুখর উত্তরবঙ্গ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
Rainfall (Photo Credits: Unsplash)

কলকাতা, ১ অগাস্ট:  সকাল থেকেই আকাশজুড়ে মেঘের ঘনঘটা। বেলা বাড়লে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের (Monsoon) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল দক্ষিণবঙ্গে দিনভর ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। আজও কলকাতা-সহ বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮০ শতাংশ। আরও পড়ুন-Salman Khan Gets Weapon License: আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার ছাড়পত্র পেলেন সলমন খান

এদিকে বর্ষাকাল শুরু হলেও দক্ষিণবঙ্গ এখনও শুকনো। তাপমাত্রা পারদ চড়েই আছে। আদ্রতা জনিত অস্বস্তির কারণে ভ্যাপসা গরমের হাত থেকে বাঁচতে সবসময় পাখা, বাতানুকুল যন্ত্রের উপরেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে একটানা বর্ষণে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত। আজও দার্জিলিং,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দুই দিনাজপুর, মালদা, কোচবিহার ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।