কলকাতায় বৃষ্টি(Photo Credit: Facebook)

কলকাতা, ১ জুন: বাতাসে আদ্রতা জনিত অস্বস্তি থাকলেও আজ মেঘলা দিন কাটাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ কয়েক পশলা বৃষ্টির (Weather Update) সম্ভাবনাও রয়েছে৷ বাদ পড়বে না শহর কলকাতাও৷ সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে৷ এই আবহাওয়া বজায় থাকবে আগামী কাল ২ তারিখও৷ তবে তিন তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে৷ তবে এই বর্ষণ মুখর পরিস্থিতিতে প্রাক বর্ষার বৃষ্টি বলতে নারাজ আলিপুরের হাওয়া অফিস৷ এই প্রসঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ওই দিকে যাচ্ছে। এর জেরেই মেঘের সৃষ্টি হচ্ছে। আরও পড়ুন-Coronavirus Cases In India: নিম্নমুখী দৈনিক সংক্রমণ, দেশে ৩ হাজারের নিচে কোভিডের বলি

উল্লেখ্য, প্রথম তিন দিন বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকলেও, তৃতীয় দিন থেকে বজ্রপাত কমার কথা। এদিকে গোটা সপ্তাহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চার তারিখ থেকে বৃষ্টি কমলেও আকাশ মেঘমুক্ত থাকবে না তিলোত্তমার আকাশ৷ আংশিক মেঘাচ্ছন আকাশ নিয়েই কাটবে তিন৷ তবে আগামী ৭ জুন থেকে প্রাক বর্ষার মেঘ জমবে দক্ষিণবঙ্গের আকাশজুড়ে৷ কেরলায় এ বছরে আগামী বৃহস্পতিবার ৩ জুন বর্ষা ঢুকছে৷ আর রাজ্যে বর্ষা আসবে আগামী ৮ জুন৷ গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৮ ডিগ্রি কম। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। আচমকা বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছে ঠিকই তবে আদ্রতা জনিত অস্বস্তি ক্রমে বেড়েই চলেছে৷ যেমন মঙ্গলবার সর্বাধিক তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসেই সীমাবদ্ধ থাকবে৷