কলকাতা, ১৪ মার্চ: বসন্ত সমাগমে গরমও ডালি সাজিয়ে অপেক্ষা করছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১. ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। সকালের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুরের তেজ বাড়ছে। যার জেরে বাড়ির বাইরে থাকা দুস্কর হয়ে উঠছে। আলিপুরের হাওয়া অফিস ( Weather Updae) জানিয়েছে আগামী ২ থেকে ৩ দিনে তাপমাত্রা বেড়ে হবে ৩৫ ডিগ্রি। ১৬ তারিখ থেকে গরম বাড়বে। আগামী সপ্তাহে রাজ্য়ের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন-Budget For Jammu And Kashmir: লোকসভায় জম্মু ও কাশ্মীরের বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ
বলাবাহুল্য, এবার পাকাপাকি ভাবে গরম পড়ার আগে এই ফাগুনেই বঙ্গবাসীর প্রাণ অতিষ্ঠ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী বুধবার ১৬ তারিখেই রাজ্য়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। একই সঙ্গে ২ ডিগ্রি বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিন, রাজ্যের দুই বঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। একই সঙ্গে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।