Representational Image (Photo Credits: ANI |File)

কলকাতা, ১৯ অক্টোবর: লক্ষ্মীপুজোতেও বৃষ্টি (West Bengal Weather Update) থেকে রেহাই মিলবে না বঙ্গবাসীর। জানিয়ে দিল আলিপুরের হাওয়া অফিস। পূর্বাভাস বলছে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে হু হু করে রাজ্যে ঢুকছে পূবালি হাওয়া, যার জেরে এই বৃষ্টিপাত। মঙ্গলবারও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এদিনও কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া হুগলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি হয়েছে। আবার বুধবার লক্ষ্মীপুজোয় তুমুল বৃষ্টি হবে বীরভূম ও মুর্শিদাবাদে। আগামী কালকের জন্য ওই দুই জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। বুধবারে কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন- Petrol and Diesel Prices in India on October 19, 2021: মঙ্গলবারেও অপরিবর্তিত পেট্রোপণ্যের মূল্য, কলকাতায় ১ লিটার পেট্রোলের কত দাম?

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের কারণে কমলা সতর্কতা জারি হয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও হবে বৃষ্টি। এককথায় লক্ষ্মীপুজোতেও বৃষ্টির হাত থেকে মুক্তি মিলছে না। তবে বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি। সোমবার দিনভর টানা বর্ষণে বহু নদীর জলস্তর বেড়েছে। শুধু রাজ্যেই নয় বর্ষায় বিপর্যস্ত হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা। সেখানে বিপর্যয় ক্রমশ বেড়ে চলেছে।