কলকাতা, ১৭ আগস্ট: শ্রাবণের বারিধারায় এখনও বিপর্যস্ত দুই বঙ্গের বিস্তীর্ণ এলাকা৷ শেষ দিনটিও সেই ধারা অব্যাহত রাখতে চলেছে, এমনটাই জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস৷ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের কারণে রাজ্যের পাঁচ জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এই তালিকায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার রয়েছে৷ অন্যদিকে দক্ষিণবঙ্গের তিন জেলা হল দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর৷ তবে শহর কলকাতায় কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই৷ বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে৷ এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আদ্রতার পরিমাণ ৯৫ শতাংশ৷ আরও পড়ুন-August 17, 2021, Horoscope: বৃষ রাশির জাতকদের আজ অর্থলাভের দিন, আপনার ভাগ্য কী বলছে?
মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ৷ আগামী ৫ দিন উত্তরের বর্ষণ মুখরতার কোনও রকম বদল হচ্ছে না৷ শুধু ভারী বৃষ্টিপাতই নয়, জলপাইগুড়ি ও কোচবিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বুধবার থেকে কালিম্পং, আলিপুরদুয়ারেও বাড়বে বৃষ্টি৷ দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পাশাপাশি অন্যান্য জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ তবে গরম কমবে না৷