কলকাতা, ৩০ জুন: গত দুদিন ধরে মুষল ধারার বৃষ্টিতে (West Bengal Monsoon) ভাসছে উত্তরবঙ্গ৷ আর আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গেও শুরু হতে চলেছে বৃষ্টি৷ আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে আগামী ৩ জুলাই পর্যন্ত শহরে মেঘবৃষ্টির খেলা চলবে৷ আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়৷ এদিকে সকাল থেকেই শহরের আকাশ মেঘে ঢাকা৷ গত দুদিনে তাপমাত্রা বাড়ায় গরমেও নাজেহাল হতে হয়েছে৷ এদিকে আজ বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিললেও মিলতে পারে৷ তবে গরম কিন্তু এখনই কমছে না৷ এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৯ ডিগ্রি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫৷ আরও পড়ুন-June 30, 2021, Horoscope: বৃষ রাশির জাতকদের হতাশায় কাটবে দিন, আপনার ভাগ্য কী বলছে?
তবে ৩ তারিখের পর ফের বাড়বে গরম৷ তাপমাত্রাও লাগামছাড়া হবে৷ আগামী ৪ জুলাই শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে, এমনই পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস৷ অন্যদিকে বুধবার ভারী বৃষ্টিতে ভাসতে পারে উত্তরের জলপাইগুড়ি ও কোচবিহার শহর৷ তাই ইতিমধ্যেই সেখানে কমলা সতর্কতা জারি হয়েছে৷ মঙ্গলবার ভুটান পাহাড় থেকে আচমকা জল নেমে প্লাবিত হয়েছে হাতিনালার বিস্তীর্ণ এলাকায় বানারহাটের সুকান্তনগর, বিন্নাগুড়ি, শান্তিনগর, সুভাষনগর জলমগ্ন৷