West Bengal Weather Update: আকাশে মেঘ রোদ্দুরের লুকোচুরি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি
Rain Fall (Photo Credits: Unsplash)

কলকাতা, ১২ মে: ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) দাপট থেকে রেহাই মিললেও বৃষ্টির প্রকোপে দক্ষিণবঙ্গ। বুধবার দফায় দফায় কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের পর বৃহস্পতিবারেও রয়েছে  বজ্রবিদ্যুৎ-সহ  বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই মেঘলা আকাশ, মাঝে মাঝে ঝেঁপে নামছে বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই মেঘ সরে গিয়ে রোদ্দুরের আনাগোনা, মেঘ, রোদ্দুর ও বৃষ্টি যেন খেলা করে বেড়াচ্ছে। তবে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তির কারণে ঠান্ডার লেশমাত্র নেই ।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। একই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ হবে বৃষ্টিপাত। পরের দিন রবিবারেও গোটা উত্তরবঙ্গ জুড়ে ভারী বর্ষণ হতে পারে।