কলকাতা, ২০ জুন: গত শনিবার বর্ষা (Rain) এসেছে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন বৃষ্টির প্রকোপ বাড়বে। তবে এবার বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম হবে। টানা বৃষ্টির জেরে অস্বস্তি খানিকটা কমলেও তাপমাত্রার কোনও হেরফের করবে। আদ্রতা জনিত অস্বস্তিও বাড়বে পাল্লা দিয়ে। আরও পড়ুন-Shehnaaz Gill Turns Into Bride: কনের সাজে শেহনাজ গিল, দেখুন ভিডিও
অন্যদিকে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু দুর্বল হওয়ায় পশ্চিমের জেলাগুলিতে সেভাবে বর্ষা এখনও এসে পৌঁছায়নি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় এখনও বর্ষার দেখা মেলেনি। তবে একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত সমগ্র উত্তরবঙ্গ।দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বর্ষণের জেরে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আগামী পাঁচদিনও উল্লেখিত জেলাগুলিতে চলবে ভারী বর্ষণ। এর জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই টানা বর্ষণে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় ধস নেমে বন্ধ হয়ে গেছে রাস্তা। পর্যটকরা আটকে পড়েছেন।ভারী বর্ষণে বিপর্যস্ত সিকিমের জনজীবনও।
অন্যদিকে একটানা তাপপ্রবাহের পর বর্ষার আগমনে স্বস্তিতে রাজধানীর বাসিন্দারা। প্রবল বর্ষণে দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় ১০ ডিগ্রি কমে গেছে। গতকাল ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে।