West Bengal Weather Update: ধেয়ে আসছে বৃষ্টি, সপ্তাহান্তে ফের জলমগ্ন কলকাতা
Kolkata Rain।(Photo Credits: Wikimedia)

কলকাতা, ২৩ সেপ্টেম্বর: বৃষ্টি (Rain) যেন বঙ্গবাসীর (West Bengal Weather Update) পিছু ছাড়ছে না৷ জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী শনিবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ৷ আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত তেমনটাই বলছে৷ মায়ানমার উপকূলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। সেটি বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। শুক্রবার সন্ধ্যার মধ্যে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগের দিকে আসবে৷ যার অভিমুখ ওড়িশা উপকূলের দিকে থাকলেও পশ্চিবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়াবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আর এক ঘূর্ণাবর্ত৷ তাই জল থৈথৈ অবস্থা থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার আগেই ফের ভারী বর্ষণের মুখোমুখি হতে হবে গোটা দক্ষিণবঙ্গকে৷ আরও পড়ুন-Singer Yohani To Perform In India: ভারতে আসছেন, ‘মানিকে মাগে হিতে’ খ্যাত সেনসেশনাল ইওহানি ডি’সিলভা, কবে কোথায়?

আসন্ন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যাপরিস্থিতি তৈরি হতে পারে৷ আর এই মুহূর্তে বন্যাকবলিত এলাকা গুলির বাসিন্দাদের জন্য দুর্ভাবনা বয়ে আনছে সপ্তাহান্তের নিম্নচাপ৷ শহর কলাকাতার একাংশ এখনও জলমগ্ন৷ ফের শনিবার থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হলে পরিস্থিতি যে আয়ত্তের বাইরে বেরিয়ে যাবে, তাতে কোনও সন্দেহ নেই৷

এমনিতে বুধবার থেকে ধরে আসা বৃষ্টির দেখা বৃহস্পতিবার সকালে মেলেনি৷ শরতের রোদ্দুরে যখন মন খারাপ একটু একটু করে কেটে যাচ্ছে তখনই ফের বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্তারা৷ প্রতিবেশী ঝাড়খণ্ডে অবস্থান করছে নিম্নচাপ৷ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে৷ এর জেরে আজ বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷