West Bengal Weather Update: ৪০ ছুঁয়ে তাপপ্রবাহের সতর্কবার্তা, দক্ষিণবঙ্গে বৃষ্টি দূর অস্ত
Summer( Pixabay)

কলকাতা, ২৫ এপ্রিল:  অত্যাধিক গরমে (Heat Wave) নাজেহাল বঙ্গবাসী। মাঝ বৈশাখেও কালবৈশাখীর দেখা মেলেনি। বৃষ্টি তো অনেক দূরের কথা। রবিবার ছিল এ মরশুমে শহরের ঊষ্ণতম দিন।দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, এ সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ। পশ্চিমাংশের জেলাগুলিতে তাপপ্রবাহ তলবে। আজও তাপমাত্রা ৪০-এর আশপাশে ঘোরাঘুরি করবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  আদ্রতাজনিত অস্বস্তিও বাড়বে পাল্লা দিয়ে। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

এমন চাঁদিফাটা গরমে যখন বঙ্গবাসীর নাভিশ্বাস উছেছে তখন আবহাওয়া দপ্তরের এহেন হতাশাজনক খবর যেন মনকে কাহিল করে দেয়। এই পরিস্থিতিতে প্রৌঢ় ও বাচ্চাদের রোদ্দুর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার ও শরীর হাইড্রেট রাখার কথা বলা হয়েছে। এপ্রিলের শেষদিন অর্থাৎ আগামী শনিবার ঝড়বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে, তবে তার আগে তাপপ্রবাহে অস্থিরতা বাড়বে।