
কলকাতা, ২১ ফেব্রুয়ারি: ঘন কুয়াশার চাদরে (Weather Update) মোড়া সোমবারের সকাল। ভোর থেকে এইই চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ফিরবে দৃশ্যমানতা, এমনটা কথা থাকলেও এখনও শিশির ঝরার শব্দ শোনা যাচ্ছে। সাতসকালে তো ৫০ মিটার দূরের বস্তুও অদৃশ্য ছিল। এর জেরে ভোরবেলায় যাঁরা প্রাতঃভ্রমণে বের হন এমনকী পথচারীরাও দারুণ সমস্যায় পড়েন। দৃশ্যমানতা না থাকায় সমস্যায় পড়তে হয়েছে গাড়িচালকদের। ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। বিপদে পড়েন বিমান চালকরাও।ভোরের দিকের বেশ কয়েকটি বিমান নির্ধারিত সময়ের থেকে অনেক পরে দেরি করে আকাশে উড়েছে।
রবিবার দিনভর মেঘলা আকাশ আদ্রতাজনিত অস্বস্তি বাড়িয়ে দিলেও পূর্বাভাস মেনে বৃষ্টির দেখা মেলেনি।সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা নামতে থাকায় অনেকেই ভেবেছিলেন বসন্তে ফের শীতের আগমন ঘটছে, তবে হাওয়া অফিস জানিয়েছে, হালকা শীতের আমেজ এসময় বেশ কিছুদিন স্থায়ী। তাই বলে শীত আর ফিরছে না। এদিন যেমন সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে থাকবে, তেমনই সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।