West Bengal Weather Update: ধেয়ে আসছে অশনি, প্রবল বর্ষণের মুখে কলকাতা
Storm (File Image)

কলকাতা, ৯ মে:  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asrani)। তার প্রভাবে সকাল থেকেই আকাশের মুখভার। ইতিমধ্যেই ভারী বর্ষণে সিক্ত কলকাতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় অশনি  দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর বরাবর ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় অশনি। তবে যতই শক্তিধর অশনি এগিয়ে আসুক না কেন ল্যান্ডফলের সম্ভাবনা নেই। আবহবিদ সুজীব কর জানিয়েছেন, ''সাইক্লোন যত এগোচ্ছে, ততই শক্তি হারিয়ে ফেলছে। এটি যখন ওডিশা উপকূলে পৌঁছবে তখন নিম্নচাপ থাকবে শুধুমাত্র। বাংলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। তবে সমুদ্র উত্তাল থাকবে।''

এদিকে অশনির প্রভাবে প্রবল বর্ষণের মুখে কলকাতা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে সমু্দ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। একই সঙ্গে  বুধবার ও বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূ্র্বাভাস জারি করা হয়েছে