কলকাতা, ১১ জুলাই: গ্রাম পঞ্চায়েতে জয়জয়কারের পর এবার পঞ্চায়েত সমিতির ফলেও তৃণমূল অনেকটা এগিয়ে। গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত তৃণমূল যেখানে জিতেছে ৩৩ হাজার ৩৬৮টি আসনে, সেখানে জয়ের ব্যাপার দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছে ৫ হাজার ৮৯৮টি আসন। বামফ্রন্ট, কংগ্রেস সেখানে আরও পিছনে।
এবার পঞ্চায়েত সমিতির গণনাতেও রাজ্যের শাসক দলের জয়জয়কার। রাজ্যে মোট ৯৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন রয়েছে। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছিল ৯৯১টি-তে। আর এখনও পর্যন্ত ভোট গণনার পরও সাড়ে ছশোটির মত আসন জিতে ফেলেছে দিদির দল। মানে তৃণমূল যেখানে এখনও পর্যন্ত পঞ্চতায়েত সমিতিতে ১৬৪৫টি আসনে জিতেছে, সেখানে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি জিতেছে ৪৩টি-তে, বামেরা সেখানে এখনও পর্যন্ত ২৯টি ও কংগ্রেস ৩টি-তে জিতেছে। নির্দল প্রার্থী সহ অন্যান্য দলের জিতেছে ৩১টি-তে। এরপর গণনা হবে জেলা পরিষদে।
রাত ৮টা পর্যন্ত পঞ্চায়েতের ফল
পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৯৭৩০)
তৃণমূল জয়ী: ১৬৪৫ (৯৯১টি বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
বিজেপি জয়ী: ৪৩টি
বামফ্রন্ট জয়ী: ২৯টি
কংগ্রেস জয়ী: ৩টি
অন্য়ান্য: ৩১টি
গ্রাম পঞ্চায়েত
তৃণমূল জয়ী: ৩২ হাজার ২১৬
বিজেপি জয়ী: ৬ হাজার ৩৯৫
বামফ্রন্ট জয়ী: ২,২৩৫টি
কংগ্রেস জয়ী: ১৫৫২টি
অন্য়ান্য: ১৯৯৬টি