কলকাতা: সোমবার দুপুরে নবান্নে যৌথ সাংবাদিক বৈঠক করে বিজেপিকে হারাতে বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। এরপরই তাঁদের কটাক্ষ করে বিরোধীদের নেতা ও এজেন্ডা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এবার বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ভূয়সী প্রশংসা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WB LoP & BJP MLA Suvendu Adhikari)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "আমরা এই দেশকে (country) আফগানিস্তান (Afghanistan) ও ইউক্রেন (Ukraine) বানাতে দেব না। এই কারণেই আমাদের একজন শক্তিশালী প্রধানমন্ত্রী (strong PM) দরকার। প্রধানমন্ত্রী মোদি আফগানিস্তান ও ইউক্রেনে আটকে পড়া (stranded) মানুষদের উদ্ধার (rescued) করে দেশে ফিরিয়ে এনেছেন। এখন প্রধানমন্ত্রী মোদি সুদান (Sudan) থেকে ভারতীয়দের (Indians) উদ্ধার করছেন। মানুষ কখনই মোদির মতো শক্তিশালী নেতা (strong leader) ছেড়ে ওদের মতো দুর্বল নেতাদের (weak leaders) বেছে নেবেন না।" আরও পড়ুন: Amit Malviya attacks Bihar & WB CM: বিরোধীদের নেতা কে? নীতীশ কুমার ও মমতার বৈঠককে কটাক্ষ অমিত মালব্যর
We won’t let this country become Afghanistan and Ukraine. That’s why we need a strong PM. PM Modi rescued people stranded in Afghanistan and Ukraine. Now PM Modi is rescuing Indians from Sudan. People will not leave a strong leader like Modi and go to weak leaders like them: WB… pic.twitter.com/ot85DZMZzw
— ANI (@ANI) April 24, 2023