কলকাতা, ২৭ মে: এ বছর মাধ্যমিকের আগেই হবে উচ্চ মাধ্যমিক (WB Board Exam 2021)৷ জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক৷ নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ কোভিডের কারণে এবার দেড় ঘণ্টার মধ্যে হবে উচ্চ মাধ্যমিক৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
অন্যদিকে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে৷ মাধ্যমিকও হবে নিজের স্কুলে৷ বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এমনই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মাধ্যমিকে আবশ্যিক যে ৭টি বিষয় রয়েছে, সেগুলির পরীক্ষা আগে হবে৷ অতিরিক্ত বিষয়গুলিতে স্কুলে যেমন নম্বর পাওয়া যাবে, সেই অনুযায়ী মূল্যয়াণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী (CM)৷
আরও পড়ুন: After Yaas, Tornado In Ashoknagar: অশোকনগরে 'টর্নেডো', ভেঙে চুরমার বাড়িঘর, দেখুন
কঠিন পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে কোভিড (COVID 19) বিধি মেনে সম্পন্ন করা হয়, সেই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলার পড়ুয়ারা যাতে সর্বভারতীয় এবং আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নিতে পারেন, তার জন্যই এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷