নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। (Photo Credit: ANI/PTI)

কলকাতা, ৫ মার্চ: আজ তৃণমূলের (Trinamool Congress) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ। আজ বিকেলে প্রার্থী তালিকা প্রকাশ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee। নন্দীগ্রাম থেকে তিনি যে ভোটে লড়বেন তা আগেই ঘোষণা করেছেন। শিবরাত্রির দিন মনোনয়নও জমা দেবেন। তাই আজ বাকি ২৯৩টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করবেন তিনি। প্রতিবারই তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকে। অনেক নতুন নাম থাকে। এবারও সেটাই হবে বলে মনে করা হচ্ছে। এবার এক ঝাঁক টেলি তারকা তৃণমূলের প্রার্থী হতে চলেছেন বলে খবর। সূত্রের খবর, তালিকায় রয়েছেন জুন মালিয়া, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ সহ অন্যরা।

এদিকে আজই প্রথম দু’দফা ভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। তালিকা চূড়ান্ত করতে আজও বৈঠক হবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির। নন্দীগ্রাম থেকেই শুভেন্দুকে দাঁড় করাতে পারে বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এমনই সম্ভাবনার কথা উঠে এল। নন্দীগ্রামে তাদের দেওয়া প্রার্থী জয়ী হবে বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমাদের প্রার্থী কঠোর লড়াই করবেন। টিএমসির সদস্যরা এখনও আমাদের পার্টিতে আসছেন। আমরা ২০০ আসন জেতার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি এবং তা পাব।" আরও পড়ুন: WB Assembly Elections 2021: ‘৪ মে BJP-র মুখ্যমন্ত্রী শপথ নেবেন, কেউ আটকাতে পারবেন না’; নীতিন গডকড়ি

অন্যদিকে আজই সম্ভবত বাম-কংগ্রেস-আইএসএফ জোটের প্রার্থী তালিকা ঘোষণা হবে। প্রথম দু’দফায় ৬০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে।