কলকাতা, ১ জুন: নজরুল মঞ্চে অনুষ্ঠানের সময় থেকেই তিনি দরদর করে ঘামতে শুরু করেন কেকে (KK)। বারবার তোয়ালে দিয়ে মুখ মুছতে শুরু করেন। উপচে পড়া ভিড়ের মধ্যে এসিও বন্ধ ছিল বলে অভিযোগ। সবকিছু মিলিয়ে নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময় থেকেই অসুস্থবোধ করেন কেকে। এরপর ধর্মতলার হোটেলে ফিরে সেখানকার কর্মীদের কাছে অসুস্থতার কথা জানান। হোটেলের ঘরে পড়েও যান তিনি। সঙ্গে সঙ্গে গায়ককে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেকে-র মৃত্যুর (KK Dies) পর থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
AC wasn't working at Nazrul Mancha. he performed their and complained abt it bcoz he was sweating so badly..it wasnt an open auditorium. watch it closely u can see the way he was sweating, closed auditorium, over crowded,
Legend had to go due to authority's negligence.
Not KK pic.twitter.com/EgwLD7f2hW
— WE जय (@Omnipresent090) May 31, 2022
নজরুল মঞ্চে কীভাবে এত ভিড় হল, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেকে-র মৃত্য়ুর পর অস্বাভাবিক মৃত্যুর মামলাও দায়ের করা হয় নিউ মার্কেট থানায়।
আরও পড়ুন: KK Dies: 'ঈশ্বরের প্রিয় সন্তান কেকে, যাওয়ার এত তাড়া ছিল?' লিখলেন শোকস্তব্ধ শ্রেয়া
নজরুল মঞ্চে কেকে যখন অনুষ্ঠান করছিলেন, সেই সময় বার বার যখন তিনি ঘামতে শুরু করেন, তাঁর সেই ভিডিয়ো আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।