আরজি কর কাণ্ডের (RG Kar Rape Case) এক বছর পেরোতে চলেছে আগামী ৮-৯ অগাস্টে। আর এই দিনকে মাথায় রেখে ৯ অগাস্ট নবান্ন অভিযানে যোগ দেবেন নিহত জুনিয়র চিকিৎসকের বাবা-মা। যদিও এই কর্মসূচি ঘোষণা হওয়ার সময় থেকেই অরাজনৈতিক অভিযান বলে দাবি করে এসেছেন তাঁরা। কিন্তু শনিবারের অভিযানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত হওয়ার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এই অভিযানে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা থাকতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এদিকে আরজি করকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরে সঙ্গে দেখা হবে বলে আশাবাদী নির্যাতিতার পরিবার।

নবান্ন অভিযান নিয়ে বার্তা নির্যাতিতার পরিবারের

এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, “আমরা ৯৯ শতাংশ আশাবাদী যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমাদের দেখা হবে এবং তাঁর সঙ্গে সিবিআই ডিরেক্টর ও সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গেও তাঁর কথা হবে। যাঁরা যাঁরা আমাদের মেয়েকে নিজের মেয়ে মনে করতেন, তাঁরা সকলে নবান্ন অভিযানে যোগ দিতে পারেন। এই অভিযান নিয়ে অনেকেই মিথ্যাচার করছেন। আমরা চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বেরিয়ে আসুক”।

দেখুন নির্যাতিতার বাবার বক্তব্য

আরজি কর ধর্ষণকাণ্ড

প্রসঙ্গত, গতবছর ৮ অগাস্টের গভীর রাতে আরজি করের সেমিনার রুমে ধর্ষণ করে খুন করা হয় হাসপাতালেরই এক জুনিয়র চিকিৎসককে। তারপরের দিন অর্থাৎ ৯ অগাস্ট শনিবার ওই রুম থেকেই উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে। পরবর্তীকালে সিবিআই যখন এই মামলার তদন্তভার নেয়, তারপরে অবশ্য ধর্ষণকাণ্ডে আর কাউকেই গ্রেফতার করতে পারে না। যার ফলে নিম্ন আদালতে সঞ্জয়কে যাবৎজ্জ্বীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।