সুভাষ সরকার, ছবি এএনআই

বাঁকুড়া, ১৯ অগাস্ট: রবীন্দ্রনাথ ঠাকুরকে ( Rabindranath Tagore) নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন৷ তাই ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মা কিংবা পরিবারের কেউ তাঁকে কোলে নিতেন না৷

বুধবার বিশ্বভারতীর এক অনুষ্ঠানে হাজির হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ফর্সা দু ধরনের হয়৷ কেউ কেউ হন হলুদ ফর্সা৷ কেউ হন লালচে ফর্সা৷ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন লালচে ফর্সা৷ হঠাৎ করে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার কেন এই ধরনের মন্তব্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে৷

আরও পড়ুন: Afghanistan: আশ্রয় দেবে বলেও মুখ ফেরাচ্ছে অস্ট্রেলিয়া? দিল্লিতে অসহায় আবেদন আফগানিদের

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও বিজেপি (BJP) নেতারা বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ৷ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের রবীন্দ্রনাথকে নিয়ে ওই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে৷